‘ইন্দুবালা’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছে পায়েল

জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর গাওয়া ‘ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো’ গানটি নিয়ে সিনেমা নির্মাণ করেছেন জয় সরকার। ছবির নাম ‘ইন্দুবালা’। ছবিটিতে দর্শকপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করেছেন নবাগত কেয়া আক্তার পায়েল। আগামীকাল সারাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। এ নিয়ে বেশ উত্সাহিত পায়েল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২৯ নভেম্বর সারাদেশে মুক্তি পাচ্ছে আমার প্রথম ছবি ‘ইন্দুবালা’। এর জন্য আমি বেশ খুশি আবার একটু নার্ভাসও। খুশি এই জন্য যে, এই প্রথম আমাকে সবাই বড়পর্দায় দেখতে পাবে। আর নার্ভাস এই জন্য যে, দর্শকরা আমাকে কিভাবে গ্রহণ করবে তা নিয়ে।’ ছবিটির প্রচারণায় অংশ নেয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, এটা আমার প্রথম ছবি। তাই অনেক কিছুই আমি আগে জানতাম না। আর ছবির মুক্তির তারিখটাও হুট করে পরে গেছে। তাই একটু ঝামেলার মধ্যে পরতে হয়েছে। তারপরও আমি আশাবাদী ছবিটি নিয়ে। ছবিতে গ্রামীণ একটা আবহাওয়া খুজে পাবে দর্শকরা। তাদের পছন্দ হলেই আমাদের সার্থকতা।
নির্মাতা জয় সরকার বলেন, ছবিটি সেন্সর বোর্ডের প্রশংসিত হয়েছে। আশা করছি দর্শকদেরও পছন্দের হবে ছবিটি। নাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ইন্দুবালার গল্প লিখেছেন অভিনেতা মাসুম আজিজ। চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। ছবিটিতে মিলন-পায়েল ছাড়াও আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, লুত্ফর রহমান জর্জ, শামীমা নাজনিন, আশিক চৌধুরী ও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনুর।
রোমান রায়