আবারও আমেরিকায় অ্যাওয়ার্ড পেলেন কণ্ঠশিল্পী মাহফুজা মম। ২০১৯ সালে মাত্র এক বছরেই তিনি চতুর্থ বার আমেরিকায় অ্যাওয়ার্ড পেলেন। এর আগে তিনি ৩৩ তম ফোবানা সম্মাননা, লস এঞ্জেলস আনন্দমেলা ও ঈদ আনন্দসন্ধ্যা অ্যাওয়ার্ড পেয়েছেন। চলতি সময়ের নারী কন্ঠ শিল্পীদের মধ্যে অন্যতম মেধাবী এই গায়িকা এবার পেলেন ফ্লোরিডার ইউএস বাংলা মেলা সম্মাননা। তার সঙ্গে একই অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় কণ্ঠতারকা হৈমন্তী।
সুন্দরী গায়িকা মাহফুজা মমর কন্ঠে উঠে এসেছে সুন্দর সুন্দর অনেক গান। এসব গান দারুন শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। ইতিমধ্যে তিনি দেশ ও দেশের বাইরের স্টেজ শোতে নিজেকে পরিণত করেছেন একজন জনপ্রিয় সঙ্গীত তারকা হিসেবে। বিদেশের স্টেজ শোতে জনপ্রিয়তার অংশ হিসেবে গেলো ২০ নভেম্বর আমেরিকায় গেছেন মাহফুজা মম। একই প্রোগ্রামে অংশ নিয়েছেন বাংলাদেশী আরেক জনপ্রিয় গায়িকা হৈমন্তী। মম এবং হৈমন্তী একই ফ্লাইটে ফ্লোরিডা গেছেন।
মম বলেন, বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডা ইউএসএ আয়োজিত ইউএস বাংলা মেলা ২০১৯ এ আমি গান গাইলাম। ২৩ নভেম্বর অনুষ্ঠিত এই মেলা অনুষ্ঠিত হয়েছে ফ্লোরিডার পাম বীচ এলাকার রামাদা হোটেল অ্যান্ড রিসোর্টে। বিপুল সংখ্যক আমেরিকা প্রবাসী বাংলাদেশী এই মেলায় অংশ নেন।
জানা গেছে, সুরেলা গায়িকা মাহফুজা মম নিজের সঙ্গীত ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাকির ফসল, স্বপ্ন, দাও ভালবাসা, আনার কলি, মন বুঝিস না তুই, ইচ্ছে ইত্যাদি। মম জানান, এসব গান ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এসব গানের পাশাপাশি বেশ কিছু ছবিতে প্লেব্যাকও করেছেন এই গায়িকা। অডিও, প্লেব্যাক, স্টেজ শো এর বাইরে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত মিউজক্যাল শো করেছেন স্টেজ মাতানো এই সঙ্গীত তারকা।
উত্তরবঙ্গের দিনাজপুরের মেয়ে মাহফুজা মম স্টেজ শোতে দেশ বিদেশের শ্রোতা মন জয় করা একজন জনপ্রিয় গায়িকা। বিদেশের মাটিতে তিনি আমেরিকা, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, জার্মানি, ভারত, চীন, আরব আমিরাত, লেবানন, ইংল্যান্ড, বাহরাইন, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ ২৬ টি দেশে স্টেজ শো করেছেন। বিদেশের মতো দেশের স্টেজ শোতেও তিনি জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। মাহফুজা মম বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই আমি প্রচুর স্টেজ শো করছি। স্টেজ শোর ব্যস্ততা আমার কাছে খুবই উপভোগ্য।
সবশেষে মাহফুজা মম বলেন, আমেরিকার ফ্লোরিডা থেকে আমি মালয়েশিয়া যাবো। ওখানকার কুয়ালালামপুরে ১ ডিসেম্বর শো করবো। এরপর আমি দেশে ফিরে আসবো।
অর্নব আদিত্য