ছোটবেলা থেকে মিডিয়ার প্রতি ঝোক ছিল মৌ রহমানের । নিজের সুনিপুণ অভিনয় দিয়ে শোবিজে অধিষ্ঠিত হতে চেস্টা করে যাচ্ছেন । ইচ্ছে আছে সৎ ভাবে কাজ করে নাম করা মডেল হব এবং সেই সাথে ভালো একজন অভিনেত্রী হব। ভালো গুণ অল্প তেই সবার মন জয় করতে পারি । কোকোলা মজার ক্রিম বিস্কুটের নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন মৌ রহমান। সম্প্রতি কোকোলা মজার ক্রিম বিস্কুট -এর বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন কাজী ইলিয়াস কল্লোল। মৌ বলেন, ‘অনেক বিজ্ঞাপনেই মডেল হওয়ার জন্য প্রস্তাব আসে কিন্তু কনসেপ্ট পছন্দ না হওয়ায় কাজ করা হয় না।এই বিস্কুট বিজ্ঞাপনের আইডিয়া ভালো লাগায় মডেল হয়েছি। আশা করি, বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে।’ নির্মাতা জানান, বিজ্ঞাপনটি শিগগিরই দেশের সব চ্যানেলে প্রচার হবে।বর্তমানে সকাল আহমেদের “শান্তি পুরীতে অশান্তি” ধারাবাহিক নাটকে কাজ করেছেন।অভিনয় প্রসঙ্গে মৌ বলেন, ভালো গল্প হলে চলচ্চিত্রে কাজ করবেন। কমার্শিয়াল মুভিতে কাজ করার আগ্রহ অনেক।অভিনয়ের পাশাপাশি নিয়মিত বিভিন্ন নাটকে অভিনয় করছি। কিছুটা সময় মিডিয়া থেকে থেকে দূরে ছিলাম কিন্তু এখন থেকে নিয়মিত মিডিয়াতে কাজ করার পরিকল্পনা রয়েছে ,অামার জন্য দোয়া করবেন।
রোমান রায়