তরুণ মেধাবী নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ,যিনি ভিন্ন ধাঁচের গল্পে সমসাময়িক বিষয়বস্তুগুলো অত্যন্ত চমৎকার ভাবে দক্ষতার সাথে দর্শকদের সামনে বাস্তবিকভাবে তুলে ধরছেন।দর্শকমহলে তাঁর নাটকের ভক্ত সংখ্যা অনেক।নাটকের নির্দেশনা দেয়া পাশাপাশি তিনি নাটক রচয়িতা এবং নিজে প্রযোজক হিসেবে অনেক আগেই নাম লিখিয়েছেন।এবার তাঁর নতুন আরেকটি পরিচয় দর্শকদের সামনে আসছে। এবার তিনি অভিনেতার কাতারে নাম লেখালেন। নাটকের নাম ‘ম্যাড বয়।’ নাটকের মূল চরিত্রে দেখা যাবে তাকে। ভিন্ন ধারার এই নাটকটি পরিচালনা করেছেন তৌহিদ আশরাফ।
অভিনয় প্রসঙ্গে নির্মাতা বান্নাহ বলেন, ‘তৌহিদ আশরাফ যখন চিত্রনাট্যে এই চরিত্রটি পড়ে শোনালো তখন আমার কাছে বেশ ভালো লাগলো। আর সেই চেয়েছিলো আমি যেন তাঁর একটা কাজে অভিনয় করি। চরিত্রটির নাম তন্ময়, চিত্রনাট্য পড়ার পরে কেন জানি মনে হলো আমি তন্ময়। কত জনপ্রিয় নাটক বানিয়েছি, কিন্তু অভিনয় করবো ভাবিনি। একটা নতুন অভিজ্ঞতা।এখন অভিনয় করেও অন্য রকম এক ভাল লাগা কাজ করেছে।’
নাটকের গল্প লিখেছেন মোসাব্বির হোসেন। বান্নাহ ছাড়াও এতে অভিনয় করেছেন জাইনা খুশবু, মনিরা মিঠু, রুমানা, ঐশিক, রকি খান, রত্না, রাজু আহসান। নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। শিগগির ইউটিউব চ্যানেল বিগবি’তে নাটকটি প্রচার করা হবে।
রোমান রায়