ফারুকী’র ‘নো ল্যান্ডস ম্যান’-এ অভিনয় করবেন তাহসান

গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’-এ অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় তারকা তাহসান খান। বিষয়টি গণমাধ্যম’কে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজেই।
ইংরেজি ভাষার ছবি ‘নো ল্যান্ডস ম্যান’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান।
কিছু আগে তাহসান খান এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন ‘যদি একদিন’-এর পর আবার সিনেমায় কাজ করতে যাচ্ছি। তিনি বলেন, চুক্তিবদ্ধ হয়েছি। আগামী বছরের শুরুর দিকে শুটিং শুরু হবে।
‘নো ল্যান্ডস ম্যান’-এর চিত্রনাট্য ইতোঁমধ্যে একাধিক ফেস্টিভ্যালে ফান্ড জিতে নিয়েছে। এটি ২০১৪ সালে বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার লাভ করে এবং ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড-এর যৌথ উদ্যোগে দেয়া অ্যাপসা ফিল্ম ফান্ড লাভ করে।
নওয়াজউদ্দিন ছাড়াও ছবিটি প্রযোজনায় যুক্ত আছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে, নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। চলচ্চিত্রটিতে সহ-প্রযোজনায় রয়েছে বঙ্গ। ‘নো ল্যান্ডস ম্যান’ ছবির চিত্রায়ন শুরু হবে। শুটিং হবে আমেরিকা, অস্ট্রেলিয়ায় ও ভারতের বিভিন্ন লোকেশনে।
উল্লেখ্য, চলতি বছরের ৮ মার্চ মোস্তফা কামাল রাজ পরিচালিত কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী’র বিপরীতে তাহসান খান অভিনীত প্রথম চলচ্চিত্র ‘যদি একদিন’ মুক্তি পেয়েছিলো।
রোমান রায়