সম্প্রতি শেষ হলো সঙ্গীত পিপাসুদের দেশে সংগীতের বড় আসর ঢাকা ফোক ফেস্ট। আর শেষ দিনে হঠাৎ করেই দেখা দিলেন ঢালিউডের জনপ্রিয় লাস্যময়ী চিত্রনায়িকা পরীমনি।
যখনই শ্রোতার ভিড়ে হঠাৎ দেখা গেল পরীমনিকে।তখনই সবাই সুরের রাজ্যে পরীকে পেয়ে যেন আনন্দে আত্মহারা তার ভক্তরা। প্রিয় নায়িকাকে পেয়ে সকলে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যান। আয়োজনের শুরু থেকেই আর্মি স্টেডিয়ামের চারপাশে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার পোস্টার দেখা গেছে। প্রচারণার অংশ হিসেবে পোস্টারগুলো প্রদর্শন করা হয়েছে।
চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন পরীমনি ও সিয়াম। এছাড়াও রয়েছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সুজন ও সীমান্তসহ অনেকে। সব কিছু ঠিকঠাক থাকলে ‘বিশ্বসুন্দরী’ আগামী ডিসেম্বরের ৬ তারিখে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
রোমান রায়