গোপালগঞ্জ এর কৃতিসন্তান নজরুল রাজ। আগামী ৩০ শে ডিসেম্বর বাংলাদেশ ফিল্ম ক্লাব লি: নির্বাচন -২০২০ এ কার্যনির্বাহী পরিষদে সদস্যপদে লড়বেন। তিনি জানান; ফিল্ম ক্লাবের নির্বাচনের সদস্যদের সকলের সুখে-দু:খে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি সকলের দোয়া প্রার্থী। ফিল্ম ক্লাব আর চলচ্চিত্রের উন্নয়নে নিজেকে সব সময় নিয়োজিত রাখতে চান। উল্লেখ্য; নজরুল রাজ একজন সফল প্রযোজক; রাজনীতিবীদ। গরীব-দু:খী ও মেহনতি মানুষের পাশে নিজেকে নিয়োজিত রেখেছেন।কর্যনির্বাহীপদে নির্বাচিত হলে চলচ্চিত্র এর উন্নয়নে সর্বদা কাজ করে যাবেন। আগামীতে অনেকদূর এগিয়ে যেতে চান।
রোমান রায়