অপু বিশ্বাসকে ‘আলোকিত নারী’ সম্মাননা

অপু বিশ্বাস একজন নন্দিত নায়িকা এবং একজন সংগ্রামী মা। একসময়ে সিনেমায় অভিনয়ে ব্যস্ত থাকা এই ঢালিউড কুইন আপাতত দূরে আছেন চলচ্চিত্র থেকে। কিন্তু তারপরও তিনি চেষ্টা করেন ভালো গল্পের সিনেমাতে কাজ করার প্রস্তাব পেলে তা করার।
এদিকে সংগ্রামী এই নারীকে ‘আলোকিত নারী কল্যাণ ফাউণ্ডেশন’ বাংলাদেশের একজন ‘আলোকিত নারী’ হিসেবে সম্মাননা প্রদান করেছে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবের হলরুমে অপু বিশ্বাসের হাতে ‘আলোকিত নারী সম্মাননা’ তুলে দেন ‘আলোকিত নারী কল্যাণ ফাউণ্ডেশন’ সংশ্লিষ্টরা।
একজন নারী হিসেবে এই সম্মাননা প্রাপ্তিতে অপু বিশ্বাস বলেন, ‘ধন্যবাদ আলোকিত ফাউণ্ডেশনকে আমাকে এভাবে সম্মানিত করায়। আমি সত্যিই আবেগাপ্লুত। এটা সত্যি যে আমি নয় বছর গোপনে সংসার করেছি।
সন্তানের মা হবার পরও তাকে আড়াল করে রাখি। কিন্তু তারপরও আমি সাহসিকতার সাথে আমার সন্তানের পরিচয় সবার সামনে তুলে ধরি। আমি একটি কথাই বলতে চাই, নারীদেরকে তাদের পথচলায় সাহসী হতে হবে। নিজেকে একজন শক্তিমান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।’ অপু বিশ্বাসের সিনেমায় আগমন ঘটে ২০০৫ সালে প্রয়াত আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে। এতে তিনি শাবনূর ফেরদৌসের সঙ্গে অভিনয়ের সুযোগ পান। পরবর্তীতে এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।
রোমান রায়