এই প্রথমবার শাকিব’কে ছাড়া নিরবের সাথে বুবলী

ঢালিউডের জনপ্রিয় সফল জুটি শাকিব খান-বুবলী।তাঁরা একসাথে জুটিবদ্ধ হয়ে একসাথে ৯টি ছবিতে অভিনয় করেছেন,এবং তাদের বেশির ভাগ ছবিগুলো ব্যবসা সফল হয়েছে।২০১৬ সালে ঢালিউডের সুপারস্টার শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক চিত্রনায়িকা বুবলীর। তবে এবারই প্রথম শাকিব খানকে ছেড়ে অন্য কারো বিপরীতে অভিনয় করছেন বুবলী।
‘ক্যাসিনো’ শিরোনামের একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বুবলী। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন এই সময়ের আরেক জনপ্রিয় চিত্রনায়ক নিরব।
‘ক্যাসিনো’ পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক ক্যাটাগরিতে সম্মাননা জয়ী নির্মাতা সৈকত নাসির। নিরব-বুবলী ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন। ‘ নির্মাতা সৈকত নাসির জানান: গত ১০ নভেম্বর নিরব-বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। তারা ছাড়াও ‘ক্যাসিনো’-তে থাকছেন তাসকিন রহমান। তিনিও চুক্তিবদ্ধ হয়েছেন। ২০ নভেম্বর থেকে ঢাকায় ক্যাসিনো’র শুটিং শুরু হবে। ডিসেম্বরে একাধিক গান ও কিছু দৃশ্যের শুটিং হবে ইন্দোনেশিয়ার বালিতে।
থ্রিলার গল্পে ‘ক্যাসিনো’ সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম ছবি। অন্যদিকে, নিরব-বুবলী দুজনেই প্রথমবার জুটি বেঁধে বড়পর্দায় আসছেন। এমনকি, তাদের দুজনের সঙ্গে তাসকিনও প্রথমবার সৈকত নাসিরের নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন।
নিরব বলেন: ‘আব্বাস’ দর্শক গ্রহণ করেছেন। নতুন ছবি ‘ক্যাসিনো’ নিয়ে আমি আরও বেশি সিরিয়াস। সঙ্গে বুবলী আছেন। ভালো কিছু করবো, ভালো কাজ উপহার দেব। এই ভাবনাকে মিশন হিসেবে নিয়েই ‘ক্যাসিনো’ করতে যাচ্ছি।এই প্রথমবার বুবলীর সাথে কাজ করতে যাচ্ছি। শাকিব ভাইয়ের বাইরে এই প্রথম বুবলী কাজ করছেন। দর্শকের তুমুল আগ্রহ, প্রত্যাশা থাকবে। সেগুলো মাথায় নিয়ে কাজে নেমেছি। আমি নিজেও এক্সাইটেড ক্যাসিনো নিয়ে।
ক্যারিয়ারের তিন বছরের মাথায় শাকিব খানের বাইরে প্রথমবার নায়ক নিরবের সঙ্গে কাজ করতে যাচ্ছেন বুবলী।
নায়িকা বুবলী বলেন: সবসময় বলেছি, ভালো গল্পের সিনেমা পেলে অন্যদের সঙ্গে কাজ করবো। এর আগে একাধিক ছবির ব্যাপারে অন্যদের সঙ্গে কথাবার্তা প্রাথমিকভাবে হয়েছিল। শেষ পর্যন্ত টাইমিং হয়নি। তবে এবার ‘ক্যাসিনো’র মাধ্যমে ব্যাটে-বলে মিলে গেছে। সেজন্য আমি কাজ করছি।শাকিব-বুবলী জুটি দর্শকদের ভালোবাসার প্রতিফলন। তার সঙ্গে আগামীতেও চমকপ্রদ কাজ হবে। এর সঙ্গে আমি ভালো প্রজেক্ট পেলে অন্যদের সঙ্গেও কাজ করবো। তবে অবশ্যই সেটা ভালো গল্পের সিনেমা হতে হবে। আসলে ভালো প্রজেক্টের অপেক্ষায় ছিলাম। সব প্রজেক্ট ভালো হয়না। সেজন্য একটু সময় লাগলো। ‘ক্যাসিনো’ আমার ভালো লাগার একটা কাজ হতে যাচ্ছে।
রোমান রায়