ছোট পর্দার সফলতাকে ডিঙ্গিয়ে বড় পর্দার একটি সফল নাম ডিএ তায়েব। সোনাবন্ধু ও অন্ধকার জগত চলচ্চিত্র দুইটি পর পর সফল চলচ্চিত্র উপহার দিয়ে ডিএ তায়েব এখন সিনেমাপ্রেমী মানুষের কাছে আরো একজন চিত্রনায়ক-এর নাম। আর এ কারণে নির্মাতা প্রতিষ্ঠান এসজি প্রোডাকশন এই প্রিয় নায়কের জন্মদিনে আগামী বছরের সাতটি চলচ্চিত্রের ঘোষণা দিয়ে আসছেন। ভিন্ন ভিন্ন কাহিনীকার, পরিচালক ও ভিন্ন ভিন্ন চিত্র নায়িকা এবং কলাকুশলী হলেও প্রতিটি চলচ্চিত্রের মূল চরিত্রে থাকছেন সকলের ভালবাসার মানুষ সদা হাস্যোজ্জ্বল এবং সুন্দর মনের অধিকারী এ সময়ের আলোচিত সুপার হিরো ডিএ তায়েব। চলচ্চিত্রগুলোর তত্ত¡াবধানে থাকছে ডিএ তায়েব ফ্রেন্ডস ক্লাব।
এ সম্পর্কে এসজি প্রোডাকশনের কর্ণধার মাহবুবা শাহরীন বলেন, চলচ্চিত্র সংকটের এই সময়ে ডিএ তায়েবের দুটো চলচ্চিত্র সোনাবন্ধু ও অন্ধকার জগত চলচ্চিত্র ব্যবসা সফল হওয়ায় আমাদের এই আয়োজন, আশা করছি পরবর্তী সাতটি চলচ্চিত্র পূর্বের ব্যবসা সফলতকে আরো বাড়িয়ে দিবে।
চিত্রনায়ক ডিএ তায়েব বলেন, দেশ-বিদেশের অনেক প্রযোজক যোগাযোগ করছেন চলচ্চিত্র নির্মাণের জন্য। গল্পের গতানুগতিক কথা ভেবে অনেককেই না করতে হচ্ছে। আর এসজি প্রোডাকশন অনেক গল্প বেছে বেছে বাস্তবমুখী এবং দর্শকদের বিনোদন দেওয়ার জন্য সাতটি চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করছি চলচ্চিত্রগুলো পূর্বের চেয়ে আরো ব্যবসা সফল হবে এবং দর্শক নতুন গল্পের মাঝে বিভিন্ন চরিত্রে দেখতে পাবেন আমাকে।
ডিএ তায়েব ফ্রেন্ডস ক্লাবের সভাপতি জাহান এমএ রহমান বলেন, ডিএ তায়েব আমার ভালো বন্ধু বলেই বলছি না। ডিএ তায়েব একজন ভালো মনের মানুষ। সে যে কোন চলচ্চিত্রে কাজ করার আগে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ ও আমাদের সংস্কৃতির কথা চিন্তা করে চলচ্চত্রে অভিনয় করে থাকে। আর এসজি প্রোডাকশনও সেই বিষয়গুলো মাথায় রেখেই চলচ্চিত্রের গল্পগুলো নির্বাচন করছে। আশা করছি এই চলচ্চিত্রগুলো হারিয়ে যাওয়া সিনেমাবিমুখ দর্শকদের আবার হলমুখী করবে।
ডিএ তায়েব ফ্রেন্ডস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পুলিশর ঊর্ধ্বতন কর্মকর্তা ও অভিনেতা মকফুবার রহমান সুইট বলেন, তায়েব আমাদের বন্ধু, পুলিশ অফিসার হিসাবে সফল, টিভি অভিনেতা হিসাবে সফল এখন চলচ্চিত্রে চিত্রনায়ক হিসাবেও সফল, তাই নিশ্চিন্তে বলতে পারি এসজি প্রোডাকশনের এই সাতটি চলচ্চিত্রও সফলতা পাবে।
জন্মদিনের আমেজে বর্ণাঢ্য অনুষ্ঠানের ঝলকানিতে সাতটি চলচ্চিত্র নিয়ে পথ চলা কতটা সফলতা পাবে তা দেখার অপেক্ষাতেই এখন তায়েব ভক্তরা।
রোমান রায়