পাত্রীর খোঁজে দিন পার করতে করতে নূরুল আলম টের পান, ঘটকের প্রেমেই পড়ে গেছেন তিনি।
বাংলাদেশ টেলিভিশন নাটকে এক সময়ের সবচেয়ে আলোচিত জুটি আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত একটি বিশেষ নাটকে জুটিবদ্ধ হয়ে আবারও দীর্ঘদিন পর অভিনয় করলেন এই দুই তারকা। আরিফ খান নির্মিত ‘নূরুল আলমের বিয়ে’ নাটকটিতে নূরুল আলম চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। সুবর্ণা মুস্তাফাকে দেখা যাবে একজন নারী ঘটকের চরিত্রে।
নাটকের গল্পে দেখা যাবে নূরুল আলম (আফজাল হোসেন) দীর্ঘদিন ধরে বিপতœীক। তার দুই ছেলেই দেশের বাইরে বসবাস করেন। মাঝেমাঝেই তিনি একজন জীবনসঙ্গীর অভাব বোধ করলেও বয়সের কারণে কখনো কাউকে কিছু বলেননি। অস্ট্রেলিয়াপ্রবাসী ছেলে দেশে বেড়াতে এসে ফেরার সময় নূরুলকে বিয়ে করতে বলে যান। নূরুল আলম মনে মনে খুশি হলেও ছেলের এ প্রস্তাবে অনীহা দেখান। এরপর শুরু হয় একজন ভালো ঘটক খোঁজার কাজ। আগের বউ এতটাই ‘দজ্জাল’ ছিলেন যে, মৃত্যুর আগ পর্যন্ত তাকে জ্বালিয়েই গিয়েছেন। তাই এবার নিজের জন্য একজন লক্ষ্মী বউ চান নূরুল আলম।
নারী ঘটককে দেখে নূরুল বিরক্ত হন। কিন্তু শহরে এর চেয়ে সেরা ঘটক আর কোথাও নেই। একে একে পাত্রী দেখানো হয়। কিন্তু কাউকেই আর পছন্দ হয় না নূরুল আলমের। পাত্রীর খোঁজে দিন পার করতে করতে নূরুল আলম টের পান, ঘটকের প্রেমেই পড়ে গেছেন তিনি। কিন্তু এ নারী ঘটক তার প্রথম স্ত্রীর তুলনায়ও বড় দজ্জাল। নূরুল আলম কি ঘটককে বলতে পারবেন তার ভালোবাসার কথা? তাদের কি বিয়ে হবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে কমেডি ঘরানার এ নাটকটি।
নাটকটি রচনা করেছেন বদরুল আনাম সৌদ। ঈদের বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় ঈদের পরের দিন রাত সাড়ে ৮টায় নাটকটি প্রচারিত হবে।