পারিবারিভাবেই পছন্দ করা কিশোরগঞ্জের মেয়ে স্নিগ্ধা দাশকে বিয়ে করলেন এই প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী কিশোর দাশ। গত বৃহস্পতিবার(১৪ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর লেডিস ক্লাবে জমকালো আয়োজনের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যবৃন্দ ও মিডিয়ার শিল্পী – কুশলী।
বিয়ের আনুষ্ঠানিকতায় এদিন দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন নকীব খান, তপন চৌধুরী, সামিনা চৌধুরী, প্রিন্স মাহমুদ, রবি চৌধুরী, শওকত আলী ইমন, মাহমুদ জুয়েল, আসিফ, ধ্রুব গুহ, কৌশিক হোসেন তাপস, শফিক তুহিন, বালাম, কণা, সুজন আরিফ, প্রতীক হাসান, জয় শাহরিয়ার, জুয়েল মোর্শেদ জু, মাহাদী, এলিটা, রাজীব, নিশিতা, মেহরাব, সালমা, মুহিন, পুলক, পুতুল, সাব্বির, রন্টি, পারভেজ, লিজা, রাফাত, নিশিতা, ইমরান, কোনাল, পরাণ, অনুপমা মুক্তি, কর্ণিয়া, পূজা, সারোয়ার শুভসহ এই প্রজন্মের বেশিরভাগ সংগীতশিল্পী।
আরও ছিলেন উপস্থাপক আনজাম মাসুদ, ফারহানা নিশো ও সামিয়া আফরিন, অভিনেত্রী জেনী, নির্মাতা ইজাজ খান স্বপন, তানভীর খান, গীতিকবি জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি প্রমুখ। নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে আরও এসেছেন সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবি’র সভাপতি একেএম আরিফুর রহমান, মহাসচিব এস কে সাহেদ আলী পাপ্পু, জহিরুল ইসলাম সোহেল, আনোয়ার হোসেন, কচি আহমেদ, মাজহারুল ইসলাম প্রমুখ।
এদিন সন্ধ্যার পর থেকে গান পরিবেশনার মধ্য দিয়ে বিয়ের উৎসব শুরু হলেও শুভলগ্ন অনুষ্ঠিত হয় মধ্যরাতের পর থেকে।
রোমান রায়