রেকর্ডে পোড়ামন২’কে ছাড়িয়ে গেলো ‘জ্বীন’

গতবছর মুক্তি পাওয়া সিয়াম-পূজা জুটির প্রথম চলচ্চিত্র ‘পোড়ামন২’ বাংলা সিনেমার ইতিহাসে এতদিন কম সময়ে বেশি শেয়ার হওয়া পোস্টারের রের্কড ছিলো।যেটি ৪৮ ঘন্টায় ২ হাজার শেয়ার হয়েছিলো। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে দিয়ে ‘পোড়ামন ২’ এর চেয়ে পোস্টার শেয়ারে নতুন রেকর্ড গড়লো মুক্তির অপেক্ষায় থাকা সজল, রোশান, পূজা ও মুন অভিনীত নতুন ছবি ‘জ্বীন’-এর পোস্টার। ‘জ্বীন’ ছবির পোস্টার টি মাত্র ২০ ঘন্টায় ২ হাজার বার শেয়ার হয়েছে।
উল্লেখ্য বুধবার(১৩ নভেম্বর) রাত ৮ টায় জাজ মাল্টিমিডিয়ার ভেরিফাইড ফেসবুক পাতায় প্রকাশ করা হয় ‘জ্বীন’ ছবির পোস্টার। পোস্টার প্রকাশের পর থেকেই তা দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে। সেই সাথে পোস্টারে ১০ হাজারের বেশি মন্তব্য পড়েছে যার বেশির ভাগ মন্তব্য ছিলো ‘জ্বীন’ সিনেমার পক্ষে।
শুক্রবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ভেরিফাইড ফেসবুক পাতা থেকে ‘জ্বীন’ সিনেমার নতুন রেকর্ডের কথা জানানো হয়। নতুন রেকর্ডের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে দর্শকদের ধন্যবাদ জানানো হয়।
ভৌতিক গল্পে বাংলাদেশে খুব কম সিনেমা নির্মিত হয়েছে। তাই ‘জ্বীন’ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘জ্বীন’। ‘জ্বীন’ সিনেমা পরিচালনা করেছেন নাদের চৌধুরি।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন’ সিনেমায় অভিনয় করেছেন সজল, রোশান, পূজা, মুন, নবী, হীরা, রফিক,বেবী, সুজাতা সহ আরো অনেকে। ‘জ্বীন’ সিনেমাটি খুব শিগগিরই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
রোমান রায়