জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির দীর্ঘদিন অসুস্থ ছিলেন। নিউইয়র্কে ফুয়াদের দেহে অস্ত্রোপচার করা হয়। সব বিপদ কাটিয়ে সম্প্রতি ফুয়াদ দারুণভাবে ফিরে এসেছেন। তাঁর এই ফিরে আসাকে উদ্যাপন করছে বন্ধু, সহকর্মী আর ভক্তরা। সুস্থ হওয়ার পর তিনি ইতিমধ্যে কনসার্টে অংশ নিয়েছেন। এবার দিলেন নতুন অ্যালবামের খবর। ‘নারী শক্তি’ নিয়ে নতুন অ্যালবাম করছেন। এবার সেই অ্যালবামে গান করবেন তাসনিম আনিকা।
জানা গেছে, ফুয়াদের নতুন অ্যালবামে আরো গাইবেন তাশফি, ফাইরুজ নাফিজা, জেফার, আশরিন ও প্রাগাতা। টিএম রেকর্ডসের ব্যানারে প্রকাশিত হবে অ্যালবামটি। টিএম রেকর্ডসের গণমাধ্যম মুখপাত্র রুদ্র হক খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, সম্প্রতি টিএম রেকর্ডসের কার্যালয়ে উপস্থিত হয়ে অ্যালবামটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এই ছয় শিল্পী।২০১২ সালে ‘হিট ফ্যাক্টরি’ নামে সর্বশেষ অ্যালবাম প্রকাশ করেন ফুয়াদ। এরপর বিভিন্ন সময় সিঙ্গেল ট্র্যাক আর জিঙ্গেলের কাজ করলেও দীর্ঘদিন গুচ্ছ গানের আয়োজন করা হয়নি। প্রায় সাত বছর পর এবার অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি। এতে বিনোদনের পাশাপাশি নারী শক্তিকে সবার সামনে তুলে ধরবেন। এর জন্য ছয় তরুণী শিল্পীকে নির্বাচন করেছেন ফুয়াদ।ফুয়াদ আল মুক্তাদির বলেন, ‘নতুন কিছু শিল্পীকে নিয়ে অ্যালবামটি করতে যাচ্ছি। নতুনদের মধ্যে অনেক শক্তি থাকে। একসঙ্গে কাজ করতে গিয়ে সে শক্তি আমার মধ্যেও সঞ্চারিত হয়। যাদের দিয়ে গান করাচ্ছি, দুই-তিন বছর ধরেই তাদের প্রতিভার সঙ্গে আমি পরিচিত। একেকজনের গায়কি ও কণ্ঠ একেক রকম। অ্যালবামের থিম হচ্ছে “নারী শক্তি”। আমারও মেয়ে আছে। আমি চাই সমাজে নারী শক্তির জাগরণ ঘটুক।’
টিএম রেকর্ডসের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস বলেন, ‘টিএম রেকর্ডস ভালো ও মৌলিক মিউজিকের পাশে সব সময় আছে ও থাকবে। ফুয়াদ আল মুক্তাদির আমাদের দেশের অন্যতম গুণী শিল্পী ও সংগীত পরিচালক। দীর্ঘদিন পর তাঁর নতুন অ্যালবামের এই উদ্যোগের পাশে আছি। আশা করছি, দারুণ কিছু হবে।’বিশ্বের বিভিন্ন প্রান্তের সেরা মিউজিশিয়ানদের সমন্বয়ে অ্যালবামটির সংগীতায়োজন করবেন ফুয়াদ। এর জন্য টিএম রেকর্ডসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফুয়াদ বলেন, ‘টিএম রেকর্ডসের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি দুজনই বাংলা গানকে ভালোবেসে অনেক দূর এগিয়ে নিয়েছেন। যেকোনো সাফল্যে এ ভালোবাসাটুকু জরুরি। টিএম রেকর্ডসও সেভাবেই এগিয়ে যাবে এ প্রত্যাশা করি। বিশেষ করে তাপসের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের সেরা মিউজিশিয়ানদের দারুণ যোগাযোগ। আমাদের এ অ্যালবামেও তাঁদের অনেকেরই অংশগ্রহণ থাকবে।’ টিএম রেকর্ডস আরও জানিয়েছেন, শুধু ফুয়াদের এই অ্যালবামই নয়, এই প্রতিষ্ঠান নতুন বছরকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছে ।
রোমান রায়