নতুন করে শুরু করলেন আসিফ আহসান খান

এই প্রজন্মের মডেল ও অভিনেতা আসিফ আহসান খান।মিডিয়া’তে তাঁর পথচলা শুরু হয় স্কুলে ও লেভেল এর সময় পেনটেইন You Got The Look এর মাধ্যমে বিজয়ী হয়ে। এই প্রতিযোগীতার মাধ্যমে অতীতে অপূর্ব, নিরব, ইমি, আজরা, আইরিনদের মতো তারকাদের আগমন হয়েছিল। আর এই প্রতিযোগীতার মাধ্যমেই আসিফের আগমন ঘটে। এরপর থেকে আসিফের আর পিছনে ফিরে তাকাতে হয়নি নিজে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের সফল ব্যান্ডের মডেল হিসেবে।এবং হয়েছেন একজন সফল ম্যাগাজিনের কাভার বয়। টানা তিন বছর র‍্যাম্পে কাজ করার পর পড়াশুনার জন্য লন্ডন চলে যান। নর্থসাউথ ইউনিভার্সিটিতে পড়ার সময় ভালো রেজাল্ট করে স্কলারশিপ পেয়ে যায় অক্সফোর্ড এর মতো কলেজে। বিজনেস মেনেজমেন্টের উপর পড়াশোনা শেষ করে গত বছর ফিরে আসেন বাংলাদেশে।দেশে ফিরেই বাবার ব্যবসার সাথে জরিয়ে যান। সাথে শুরু হয় আবারও মিডিয়ার পথচলা। এই বছরে ইদে দুইটা নাটক করেন তিনি। নির্মাতা সোহেল আরমান এর নির্দেশনায় মেহেরজাবিন ও তানজিন তিসার বিপরীতে।নাটক দুটো’তে জুটি হিসেবে এবং আসিফের অভিনয় বেশ প্রশংসিত হয়।
আসিফ আহসান খান বলেন, ‘আমি ছোটবেলা থেকেই মিডিয়াতে কাজ করার স্বপ্ন দেখতাম এবং আল্লাহতা’য়ালা আমার সেই স্বপ্ন পূরণ করেছেন। আমি পড়াশোনা করার জন্য মাঝে বিদেশ চলে যাই।তাই আমার কাজে একটা গ্যাপ তৈরি হয়।পড়াশোনার পাঠ চুকিয়ে এবার নতুন করে নতুন উদ্যোমে কাজ শুরু করেছি। এখন থেকে আমি নিয়মিত কাজ করার চেষ্টা করবো এবং ভালো মানের কাজ উপহার দিবো।এবং নিজেকে সেই ভাবেই প্রস্তুত করার চেষ্টা করে যাচ্ছি। সামনে আমার ভালো ভালো কিছু কাজ দর্শকরা দেখতে পাবেন।’
বর্তমানে ফ্যাশন শো, টিভি শো, বিভিন্ন ট্যালেন্ট হান্ট ও বিউটি প্রেজেন্টে প্রতিযোগীতার জাজ হিসেবে কাজ করছেন। বর্তমানে “ভালোবাসার ভুল গুলো” টেলিফিল্ম নিয়ে ব্যস্ত আছেন এবং পি এইচ এন্টারটেইনমেন্ট এর “স্বপ্নবাজী” মুভির পরের মুভিতে হিরো হিসেবে উপস্থিত হবার জন্য নিজেকে তৈরি করছেন। তার জন্য এখন থেকেই সে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। এবং তাই সে নিয়মিত জিম ও ড্যান্স ক্লাস সহ অভিনয়ে বিশেষ ক্লাসে জয়েন করেছেন।
রোমান রায়