বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাাহিক, পাক্ষিক, অনলাইন ও ইলেকট্রানিক মিডিয়ার বিনোদন সাংবাদিক এবং চলচ্চিত্র, টিভি, মঞ্চ, সঙ্গীতশিল্পীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘আর্টিস্ট-জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি)-এর এক যুগপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘জসিম গ্রুপ অব কোম্পানী লিঃ-এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০১৮-১৯’।
গত ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগস্থ জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান করা হয়। টেলিভিশন বিভাগে অ্যাওয়ার্ড পান অভিনেতা নজরুল রাজ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, জসীম গ্রুপ অব কোম্পানী লিঃ-এর সম্মানতি চেয়ারম্যান জসিম উদ্দিন, বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) সভাপতি আবুল হোসেন মজুমদার, রংধনু গ্রুপ-এর চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এজেএফবি-এর সভাপতি ফারুক মজুমদার। অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজীবন সম্মাননা লাভ করেন- নাট্য ব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ, সঙ্গীত ব্যক্তিত্ব রফিকুল আলম ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা।
এছাড়া চলচ্চিত্র বিভাগ থেকে অ্যাওয়ার্ড পান চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়ক সায়মন সাদিক, চিত্রনায়িকা পরীমণি, নিরব। টেলিভিশন বিভাগ থেকে অ্যাওয়ার্ড পান- অভিনেতা আনিসুর রহমান মিলন, আমান রেজা, মৌসুমী হামিদ, প্রিয়াঙ্কা জামান। সঙ্গীত বিভাগ থেকে অ্যাওয়ার্ড পান- আঁখি আলমগীর, শাহনাজ বাবু, লেমিস, ইমরান, কামরুজ্জামান রাব্বি।নৃত্য বিভাগে অ্যাওয়ার্ড পেলেন-ইভান শাহরিয়ার সোহাগ, সিনথিয়া ইয়াছমিন নুপুর, ফ্লাই ফারুক।
বিনোদন সাংবাদিকতায় গোলাম কিবরিয়া সম্মাননা লাভ করেন-রাহাত সাইফুল। উপস্থাপনায় অ্যাওয়ার্ড পান-শফিউল আলম বাবু, রশীদ নিউটন, মিষ্টি মারিয়া ও ভাবনা আহমেদ।জুরি সম্মাননায় অ্যাওয়ার্ড পেলেন-বিশিষ্ট বিউটিশিয়ান ফেরদৌসী জামান পিয়া।
আলমগীর কবির