সিনেমার পর বিজ্ঞাপনে এক সাথে ফেরদৌস-নিঝুৃম

চিত্রনায়ক ফেরদৌস ‘মেঘকন্যা’ শিরোনামে একটি সিনেমায় নিঝুম রুবিনার সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন।এছাড়াও তাঁরা একসঙ্গে ‘লিডার’ ও ‘পোস্টমাষ্টার ৭১’ কাজ করেছেন।এবার আবারও তাঁরা জুটি বাঁধলেন। তবে কোনো সিনেমায় নয়, এই জুটিকে দেখা যাবে এবার দেখা যাবে একটি বিজ্ঞাপনে।
ফেরদৌস বলেন, একটি কোমল পানীয় পণ্যের বিজ্ঞাপনে কাজ করছি আমরা। কক্সবাজার, মহেশখালীসহ সুন্দর কিছু লোকেশনে এর দৃশ্যধারণের কাজ চলছে। নিঝুম রুবিনা এর আগে ‘লিডার’, এরপর ‘মেঘকন্যা’ ও আমার প্রোডাকশনের ‘পোস্টমাস্টার ৭১’ ছবিতে আমার সঙ্গে কাজ করেছিল। বেশ ভালো কাজ হচ্ছে। নিঝুম রুবিনা বলেন, বিজ্ঞাপনের মডেল হিসেবে প্রথমবার ফেরদৌস ভাইয়ের বিপরীতে কাজ করছি। এটি নির্দেশনা দিচ্ছেন রিপন নাগ। কাজটি করে বেশ ভালো লাগছে। আশা করি, দর্শকরাও এটি পছন্দ করবেন।
রোমান রায়