পরাণে পরাণ জুড়ালো ‘পরাণ’-এর পোস্টার দেখে

পরপর দুটি হিট সিনেমা পোড়ামন টু’, ‘দহন’ খ্যাত নির্মাতা রায়হান রাফী তাঁর পরবর্তী সিনেমা নিয়ে আসছে ভালোবাসা দিবসে। তাঁর নতুন সিনেমা ‘পরাণ’ শিরোনামে এবার দর্শকদের ভালোবাসা দিবসে উপহার দিতে যাচ্ছেন। এর আগে গতকাল এ ছবির পোস্টার প্রকাশ করেছেন তিনি। যেখানে বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান ও শরীফুল রাজকে ভিন্ন তিনটি লুকে দেখা যাচ্ছে। সিনেমার গল্পে ও চরিত্রে ভিন্নতার আভাস দিচ্ছেন এই নির্মাতা। ইতোমধ্যে সিনেমাটির সোস্যাল মিডিয়াতে সিনেমাটির পোস্টারের প্রশংসা করছেন অনেকেই।নির্মাতা রায়হান রাফী বলেন, অনেকটা ডার্ক থিমের ওপর মিম, ইয়াশ ও রাজকে ঘিরে সিনেমার পোস্টারটি প্রকাশ করা হলো। এই পোস্টারটি ডিজাইন করেছেন সায়েম। যেখানে দেখা যাচ্ছেম কি যেন একটা যন্ত্রণার ছাপ সবার চেহারায়। বিচিত্র তাদের অভিব্যক্তি।
ময়মনসিংহে টানা ৩১ দিন শুটিং করে মাসখানেক আগে রায়হান রাফী সিনেমার ক্যামেরা ক্লোজ করেন। এরপর বসে যান সম্পাদনার টেবিলে। ‘পরাণ’ দিয়ে আবারও রোমান্টিক সিনেমা নিয়ে ফিরছেন এই নির্মাতা। আবারো দর্শক নতুন কিছু পাবে বলে আশাবাদী পরিচালকসহ সিনেমার কলাকুশলীরা। ২০২০ সালের ভালোবাসার দিবস এই দিনকে উপলক্ষ্য করে মুক্তি পাবে ‘পরাণ’। সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজি।
রোমান রায়