স্টার সিনেপ্লেক্সের প্রথম প্রযোজিত এবং সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘ন ডরাই’ আগামী ২৯ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে নির্মাতা সূত্রে জানা গিয়েছে।সিনেমাটি নির্মাণের প্রথম থেকেই বেশ আলোচনা শুরু হয়।ইতোমধ্যে সবার মাঝে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে।
স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন গণমাধ্যম’কে জানান, সবকিছু ঠিক থাকলে ২৯ নভেম্বর ‘ন ডরাই’ পৌঁছে যাবে দর্শকদের কাছে। শিগগির টিম ‘ন ডরাই’ প্রচারে নামবে।
এ সিনেমার পরিচালক তানিম রহমান অংশু বলেন, ১৫ নভেম্বরের মধ্যে ‘ন ডরাই’ সেন্সরে জমা দেব। ২৯ নভেম্বর মুক্তির ডেট নেয়া আছে। দেশে মুক্তির পর বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেয়া হবে ‘ন ডরাই’। একজন নারী সার্ফারের জীবন থেকে উৎসাহিত হয়ে এ ছবির গল্প গড়ে উঠেছে। একটি সত্য ঘটনা অবলম্বনেই এর গল্প। নারীর এগিয়ে যাওয়ার একটা বার্তাও থাকবে ‘ন ডরাই’-তে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ ও শরীফুল রাজ। মডেল হিসেবে দুজনেই পরিচিত হলেও এবার তারা জুটি বেঁধে বড়পর্দায় আসছেন এ সিনেমার মাধ্যমে।
নির্মাতা অংশু জানান, ‘ন ডরাই’ নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলবে। সার্ফিং করার মতো চ্যালেঞ্জিং কাজটি একজন নারী হয়েও কীভাবে করা হয়েছে, সিনেমাটিতে তাই দেখানো হবে।
সুনেরাহ বলেন, এটি আমার প্রথম কাজ। সিনেমাটি করতে গিয়ে নাছিমার গল্প আমাকে খুব অনুপ্রাণিত করেছে। আমাকে চট্টগ্রামের ভাষা শিখতে হয়েছে। শুটিংয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার বিশ্বাস দর্শকের ছবিটি ভালো লাগবে।
সত্য ঘটনা অবলম্বন করে ‘ন ডরাই’-এর চিত্রনাট্য লিখেছেন দেবের বুনোহাঁস, ও বলিউড ছবি ‘পিংক’-এর চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত। সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। সিনেমাতে চট্টগ্রামের ভাষা শুনতে পাবেন শ্রোতা-দর্শকরা। তবে তা সবাই যেন বুঝতে পারে সেভাবেই ব্যবহার করা হয়েছে।
রোমান রায়