আজ হ্যালোইনের রাতে। আর এই রাতেই প্রকাশ পেলে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভৌতিক গল্পে নির্মিত হচ্ছে ‘জ্বিন’ সিনেমার মোশন পোস্টার।আর সেখানে এক ভয়ংকর রূপী এক নারীর দেখা মিলল।অস্বাভাবিক এবং অপশক্তি ভর করা এক নারীর মুখ। কিন্তু এই ভয়ংকররূপী নারীটি হচ্ছে ঢালিউডের এই সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। সিনেমায় তাঁর চরিত্রের নাম মোনালিসা।যার উপর জ্বিন ভর করে।আর তাক ঘিরেই সিনেমার গল্প আবর্তিত হয়। ‘জ্বিন’ সিনেমার শুটিং শুরু হয় আগস্ট মাসের শেষের দিকে ঢাকার অদূরে সাভারের মধুমতি হাউজিংয়ে।’জ্বিন’ সিনেমাটি পরিচালনা করছেন নাদের চৌধুরী।ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলের সাথে পূজা চেরি প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করছেন। ইতোমধ্যে এই সিনেমার ৯০ ভাগ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। সাভার ও মানিকগঞ্জের জমিদার বাড়িস,এফডিসিসহ ঢাকার বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হয়। গানের কিছু দৃশ্যায়ন বাকি আছে।
নায়িকা পূজা চেরির বলেন,’এই সিনেমায় আমার চরিত্রের নাম মোনালিসা কিন্তু সবাই আদর করে ‘মোনা’ বলে ডাকে। এটা একটা ভৌতিক ছবি। জ্বিন নিয়েই ছবির গল্প। আর এই ছবিতে জ্বিনটা আমার উপরেই ভর করে। ছবিটা নিয়ে শুধু বলবো শুরুটা বেশ ভালোই হয়েছে আশা করছি দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন।’ ‘জ্বিন’ সিনেমায় সজল-পূজা ছাড়াও আরো অভিনয় করছেন রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী ও হিরা প্রমুখ।
সিনেমাটি বছরের শেষে দিকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
রোমান রায়