নিজের মানবিকতা ও মূল্যবোধদের জায়গা থেকে গানের জগতের মানুষ সালমা কোমলমতি শিশুদের পাশে এসে দাঁড়ালেন। গত সোমবার (২৮ অক্টোবর) ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বড়দাস পাড়া এলাকার প্রাথমিক স্কুলে তিন শতাধিক শিশুকে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী দিলেন এই লালনকন্যা খ্যাত গায়িকা। কন্ঠশিল্পী সালমা জানান, দীর্ঘদিন যাবত তিনি সমাজের কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাচ্ছিলেন। কিন্তু কীভাবে শুরু করবেন বুঝতে পারছিলেন না। এমনকি কারো সহযোগিতাও পাচ্ছিলেন না!
সালমা বলেন: আমার স্বামী আইনজীবি সানাউল্লাহ নূর সাগরের সহযোগিতায় আল্লাহর নামে শুরু করলাম।মানবিক উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা। তাই জীবনের বাকিটা সময় আমি ও আমার স্বামী মিলে শিক্ষা নিয়ে কাজ করে যাবো। আমাদের মতো ক্ষুদ্র মানুষের প্রচেষ্টা যদি সামান্য হলেও সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে সেটাই হবে পরম পাওয়া।
সালমা বলেন, সোমবার সকাল থেকে হালুয়াঘাটের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের শিক্ষা উপকরণ খাতা কলম, খেলার সরঞ্জামাদি বিতরণসহ দুপুরের খাবার পরিবেশন করেছি। সেখানে আমি দুটো গানও গেয়েছি। স্কুল কর্তৃপক্ষসহ স্থানীয় অনেকেই আমাদের সঙ্গে ছিলেন। তিনি বলেন, ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’ নামে একটি এনজিও খুলেছি। সেখান থেকে এসব সামগ্রী দিয়েছি। আমার ছোট মেয়ের নাম সাফিয়া। তার নামে এটা খুলেছি। এই এনজিও’এর চেয়ারম্যান আমি, মহাসচিব আমার স্বামী। আগামীতে কুষ্টিয়াতে শিশুদের পাশে দাঁড়াবো। এরপর সারাদেশে আমাদের কার্যক্রম চলবে।
সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানিয়েছে বলেন, তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন পিছিয়ে পড়া জনপদের মানুষদের উন্নয়নে। সুন্দর দেশটা আরও সুন্দর হোক, সকলের সুশিক্ষা নিশ্চিত হোক।
রোমান রায়