এই সময়ের জনপ্রিয় ও গ্ল্যামার কুইন চিত্রনায়িকা পরীমনির জন্মদিন ছিল ২৪ অক্টোবর। নিজের মতো করে দিনটি কাটালেও প্রতিবারের ন্যায় সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে জমকালো আয়োজন করে তাঁর জন্মদিন উদযাপনের করেন। সেখানেই বসেছিল যেনো তারার হাট। রাত ৮টায় ওই পাঁচ তারকা হোটেলের বলরুমে শুরু হয় পরীমনির জন্মদিন উদযাপন। তার আগে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বাসায় কেক কেটে পরীমনিকে শুভেচ্ছা জানান তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা। সন্ধ্যায় চোখ ধাঁধানো জন্মদিন আয়োজনে পরীমনি তাঁর শোবিজ অঙ্গনের কাছের বন্ধু, সহকর্মী, পরিচালক, প্রযোজক প্রত্যেকের শুভেচ্ছায় সিক্ত হন। এবার জন্মদিনের অনুষ্ঠানে পরীমনি পরেছেন সাদা জর্জেটের পোশাক।পোশাকের মাঝে ছড়িয়ে ছিলো প্রজাপতির কারুকার্য।
‘স্বপ্নজাল’ ছবির এই নায়িকা এবার তাঁর জন্মদিনে ড্রেস কোড রেখেছিলেন। এবার ছেলেদের পোশাক ছিল সাদা আর মেয়েদের বেগুনি রঙের ড্রেস। জন্মদিনের অনুষ্ঠানে পরীমনি বলেন, ‘আমি সব কাছের মানুষকে কাছে রাখতে চাই। বিশেষ এই দিনে সেই চাওয়াটা আরও বেড়ে যায়। যে কারণে জন্মদিনে সন্ধ্যায় কাছের মানুষদের ডাকি। আমার উদ্দেশ্যে থাকে সবার আশীর্বাদ নেওয়া। এ কারণে বছরের এই দিনটাকে বিশেষভাবে উদ্যাপন করি।’ প্রতিবারের মতো এবারও জন্মদিনের দুপুরে পরীমনি ছুটে যান সুবিধাবঞ্চিত শিশুদের কাছে। তাদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন তিনি। পরীমনি বলেন, ‘প্রতিবারের মতো এবারও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে গিয়েছিলাম। তাদের সঙ্গে কাটানো সময়টা ছিল মধুর। মনের মধ্যে অন্য রকম একটা শান্তি পেয়েছি। তারাও আমাকে কাছে পেয়ে আনন্দে মেতেছিল।’
রাত আটটায় জন্মদিনের আয়োজন শুরু হলেও পরীমনি সবুজ ঘাসে মোড়ানো মঞ্চে কেক কাটতে ওঠেন রাত ১১টায়। মাঝের পুরোটা সময় হাসি আনন্দে মেতে ছিলেন তাঁর সহকর্মীদের সঙ্গে। পাশাপাশি ব্যস্ত ছিলেন ফটোশুটে। পরে কেক কাটার সময় উপস্থিত ছিলেন তাঁর নানাসহ চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, ডি এ তায়েব, সজল,আনিসুর রহমান মিলন,অমৃতা খান,তানহা তাসনিয়া, কৌশিক হোসেন তাপস, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, মালেক আফসারী, দীপঙ্কর দীপন, ওয়াজেদ আলী সুমন প্রমুখ। তার আগেই চিত্রনায়িকা মৌসুমি এসেছিলেন পরীমনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে একে একে তারকাদের উপস্থিতিতে বলরুম আরও রঙিন হয়ে উঠে। সবশেষে শুভেচ্ছা জানাতে হাজির হয় তাঁরই ‘বিশ্ব সুন্দরী’ ছবির ইউনিট। ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী, নায়ক সিয়াম ও স্ত্রী অবন্তী, মনিরা মিঠু, আনন্দ খালেদ প্রমুখ। শুভেচ্ছা জানাতে শেষে যোগ দিয়েছিলেন সোনালী দিনের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা, অভিনেত্রী রুনা খান, শবনম ফারিয়া ও তাঁর স্বামী অপু।এভাবে করে সবাই খুব আনন্দ করে উপভোগ করে পরীমনি’র জন্মদিন অনুষ্ঠান।
রোমান রায়