কন্যা সন্তানের মা হলেন রুমানা খান

জনপ্রিয় চিত্রনায়িকা ও অভিনয়শিল্পী রুমানা খান মা হয়েছেন। নিউ ইয়র্ক সময় ২২ অক্টোবর মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে লং আইল্যান্ড জুইশ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রুমানা। মেয়ের নাম রেখেছেন আভাঙ্কা রহমান। রুমানার স্বামী নিউ ইয়র্কের ব্যবসায়ী এলান রহমান জানিয়েছেন, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। রুমানা তাঁর কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। রুমানা খান ও এলান রহমান দম্পতিকে অভিনন্দন।
আকবর হায়দার কিরণ