আবারও ইফতেখার চৌধুরীর সিনেমায় জনপ্রিয় নায়িকা ববি। তবে এবারে নায়িকার বিপরিতে আছেন বেপরা খ্যাত নায়ক রোশান । ‘মুক্তি’ শিরোনামের একটি নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন ইফতেখার চৌধুরী । সেই সিনেমাতে রোশান ও ববি কাজ করবেন বলে জানায় এই পরিচালক । নভেম্বর মাসের শুরুতেই সিনেমাটির শুটিং শুরু হবে। এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির রোশান ও ববি। জানা গেছে, নারী কেন্দ্রিক অ্যাকশন ধর্মী গল্পের সিনেমা ‘মুক্তি’। সিনেমাটিতে একজন সাধারণ মেয়েকে প্রতিশোধের জন্য অন্যরকম হয়ে উঠতে দেখা যাবে। সব ঠিক থাকলে আগামী বছর নারী দিবসে সিনেমাটি মুক্তি পাবে। গত কোরবানীর ঈদে রোশান-ববি জুটির ‘বেপরোয়া’ সিনেমা মুক্তি পেয়েছিল।
ইফতেখার চৌধুরীর সিনেমা সর্বশেষ মুক্তি পেয়েছে ’বিজলী’ শিরোনামে ২০১৮ সালে । সেই সিনেমাতে ববিকে সুপার হিরো দেখানো হয়েছে । সেই সিনেমায় অভিনয় করে ববি খুব প্রশংসা পেয়েছেন । ইয়ামিন হক ববি ২০১১ সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগীতা অনুষ্ঠানে “মিস এশিয়া প্যাসিফিক” নামে একটি পুরস্কার জিতে চলচ্চিত্রে আগমন করেন। তিনি ‘খোঁজ দ্য সার্চ’ ছবি দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। তিনি ২০১৩ সালে ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’, মালেক আফসারীর ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ও রাজু চৌধুরীর ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ ছবিতে অভিনয় করেন। পরে তিনি ‘স্বপ্ন ছোয়া’, ‘সালাম মালয়েশিয়া’, এবং ‘অ্যাই ডোন্ট কেয়ার’। এছাড়া ‘অ্যাকশন জেসমিন’ ছবিতে তাকে দ্বৈত চরিত্রে এবং শাকিব খানের প্রযোজিত প্রথম ছবি ‘হিরো দ্য সুপার স্টার’ ছবিতে দেখা যায়। ২০১৮ সালে তিনি প্রযোজনায় নাম লেখান এবং তার নিজের প্রযোজিত নারী সুপারহিরো ভিত্তিক ছবি ‘বিজলী’তে অভিনয় করেন। পরের বছর তিনি শাকিব খানের বিপরীতে ‘নোলক’ ছবিতে অভিনয় করেন।
রোমান রায়