দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতা। এ সুন্দরী প্রতিযোগিতায় শুধুমাত্র বিবাহিত অথবা ডিভোর্সপ্রাপ্ত নারীরা অংশ নিচ্ছেন। ২৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর শেষদিন পর্যন্ত এ প্রতিযোগিতায় ৮ হাজার নারী আবেদন করেন। এরই মধ্যে প্রাথমিক অডিশন শেষ হয়েছে। বিভিন্ন পর্ব পেরিয়ে এখন চলছে সেরা ১০০ প্রতিযোগীকে নিয়ে গ্রুমিং সেশন। অপূর্ব ডট কমের আয়োজনে এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে রয়েছেন চিত্রনায়িকা জাহারা মিতু। এ আয়োজন ও অংশগ্রহণকারীদের মেধা দেখে মুগ্ধ তিনি।
উল্লেখ্য, ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর ঢাকায়। যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে ডিসেম্বরে চীনে অংশ নেবেন মিসেস ইউনিভার্স মূল প্রতিযোগিতায়।
রোমান রায়