এই সময়ের তরুণ মডেল ও অভিনেত্রী প্রিয়াংকা জামান স¤প্রতি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। হঠাৎ করে শরীরে রক্তে বিষক্রিয়া হয়ে যাওয়াতে তাঁকে হাসপাতালে বেশ কিছুদিন লাইফ সাপোর্টে থাকতে হয়েছিলো। টানা বাইশ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন শেষে কিছুটা সুস্থ হয়ে উঠলে গেলো ১৮ অক্টোবর বাসায় ফিরেছেন। তবে এখনো তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি। স্কয়ার হাসপাতালে ২২ দিনের মধ্যে আটদিন তিনি ছিলেন লাইফ সাপোর্টে। তাঁর অসুস্থতার সময় হাসপাতালে থাকাকালীন এই সময়কালে তিনি সংবাদ মাধ্যমের কাছ থেকে তার প্রতিদিনের আপডেট সংক্রান্ত সংবাদ নিয়ে যে ধরনের সহযোগিতা পেয়েছেন তার জন্য প্রিয়াংকা ও তার পরিবার বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারণ সংবাদ প্রকাশের কারণেই দেশবাসী তাঁর জন্য দোয়া করেছেন এবং বিভিন্ন জন বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন। তাই হাসপাতাল থেকে বাসায় ফিরেই প্রিয়াংকা জামান রবিবার সন্ধ্যায় (২০ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত রেঁস্তোরায় একটি সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রিয়াংকা জামান বলেন,‘ মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা তিনি আমাকে নতুন জীবন দিয়েছেন। নতুন জীবন নিয়ে ফিরে আসার পর জীবনটাকে আরো নতুন করে সাজাতে চাই আমি।
যে কারণে সংবাদ মাধ্যম’সহ পুরো মিডিয়ারই সহযোগিতার প্রয়োজন। হাসপাতালে অসুস্থাবস্থায় আমার বোন লিজা আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। তার নিজের দিকে না তাকিয়ে আমার জন্যই দিন রাত শ্রম দিয়েছেন। আর সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রকাশ করে আমার পাশে ছিলো প্রতিটি দিন। সংবাদ মাধ্যমের এই অবদান আমি কোনদিনই ভুলবোনা। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে আমি আবার কাজে ফিরতে পারি।এই সময় প্রিয়াংকা বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন।’ মিডিয়াতে প্রিয়াংকার আগমন কিংবদন্তী ফটোগ্রাফার চঞ্চল মাহমুদের হাত ধরে। ছয় বছর আগে বিটিভির ‘ছায়াছন্দ’ অনুষ্ঠানের উপস্থাপনা দিয়ে মিডিয়াতে তার যাত্রা শুরু। ‘আরএফএল’,‘জিপি’, ‘ভ্যাসলিন লোশন’,‘আড়ং’সহ আরো বেশকিছু পণ্যের মডেল হিসেবে কাজ করেছেন তিনি। আরিফিন রুমী’র ‘এক পলকে’ গানে প্রথম মিউজিক ভিডিওর মডেল হন তিনি। এরপর ফজলুর রহমান বাবু, আসিফ আকবর, কাজী শুভ, এফএ সুমন’সহ আরো অনেকের গানেই মডেল হিসেবে কাজ করেছেন। তার অভিনীত প্রথম নাটক সাখাওয়াত আল মামুনের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘আজিজ মার্কেট’। এরপর ‘প্রেম থেরাপি’,‘ হৃদয় ঘটিত’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি।উল্লেখ্য,সেদিন রাতেই তাঁর নতুন মিউজিক ভিডিও প্রকাশিত হয়।কন্ঠশিল্পী প্রিতম খানের লেখা ও সুরে সাউন্ডটেকের ব্যানারে ‘তোমায় ভালোবাসি’ শিরোনামে গানটিতে মডেল হয়েছেন প্রিয়াংকা জামান ও প্রিতম খান।
রোমান রায়