জেনিফার অনাড়ম্বর বিয়ে সম্পন্ন

বিগত বছরে মাদার ও রেড স্প্রেরো সিনেমা দিয়ে বেশ আলোচনায় ছিলেন এক্স-মেন সিরিজসহ অসংখ্য জনপ্রিয় হলিউড সিনেমার অভিনেত্রী জেনিফার লরেন্স। এদিকে শোনা যাচ্ছিলো কুক ম্যারোনিকে অনেকটা গোপনেই বিয়ে করেছেন তিনি। ছয় মাস প্রেম করার পর গত ফেব্রুয়ারিতে বাগদানও সারেন এ জুটি। মে মাসে ঘনিষ্ঠজনদের নিয়ে বাগদানের একটি পার্টির আয়োজনও করেন তারা। এবার অবশেষে সবাইকে জানিয়েই প্রেমিক কুক ম্যারোনিকে বিয়ে করলেন অস্কারজয়ী হলিউড তারকা জেনিফার লরেন্স। কুক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আর্ট গ্যালারির মালিক ও পরিচালক। গত শনিবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের পাপারাৎজ্জিদের চোখের আড়ালে নিউপোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ১৪০ জন পারিবারিক আত্মীয় ও বন্ধুর সামনে ২৯ বছর বয়সী জেনিফার লরেন্স আর ৩৪ বছর বয়সী কুক ম্যারোনি ধর্মীয় রীতিতে বিয়ে করেন।
একজন নামী তারকা হয়েও কেনো একজন সাধারণকে বিয়ের জন্য বেছে নিলেন, এমন প্রশ্নে ‘এক্স মেন’ খ্যাত এই নায়িকা বলেছেন, ‘এই জীবনে যত মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তার ভেতর কুকই সেরা। ও আমার সবচেয়ে কাছের বন্ধু। তার সঙ্গে পরিচয়ের পরই আমার মনে হয়েছে, এই মানুষটাকে বিয়ে করা যায়। তাই আমরা বিয়ে করেছি’। জেনিফার লরেন্স আর কুক ম্যারোনি দুজনের এটিই প্রথম বিয়ে।
অঞ্ন দাস