‘পাক্ষিক অনন্যা’ ও ‘আর্টিকেল নাইনটিন’র মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

নারীর সুরক্ষা ও অধিকার নিয়ে কাজ করার অঙ্গীকারে ‘পাক্ষিক অনন্যা’ ও ‘আর্টিকেল নাইনটিন’র মাঝে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স¤প্রতি পাক্ষিক অনন্যা কার্যালয়ে পাক্ষিক অনন্যা ও দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন এবং আর্টিকেল নাইনটিন’র আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সলের মাঝে এই সমঝোতা হয়। এসময় উপস্থিত ছিলেন অনন্যার সহকারী সম্পাদক লাইলী বেগম, সমন্বয়ক রিয়াদ খন্দকার, আর্টিকেল নাইনটিন প্রোগ্রাম অফিসার মরিয়ম শেলী, সহকারী প্রোগ্রাম অফিসার আয়েশা আখতার আফ্রি প্রমূখ। আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় মতপ্রকাশ নিয়ে দীর্ঘ দিন কাজ করছে। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় কর্মরত নারী মিডিয়াকর্মীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত বিষয়ে আর্টিকেল নাইনটিন বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। অন্যদিকে পাক্ষিক অনন্যা বাংলাদেশে একমাত্র পত্রিকা যেখানে নারীর দৃষ্টিতে সমাজকে দেখতে পায়। ফলে দুই প্রতিষ্ঠানের লক্ষ্যের মধ্যে মিল থাকার কারণে এই দুই প্রতিষ্ঠান সমঝোতা স্বাক্ষর করছে যে, তারা পরস্পর নারী মিডিয়াকর্মীদের অধিকার ও সুরক্ষার জন্য কাজ করবে।
আলমগীর কবির