গর্ভের সন্তানের বয়স এরই মধ্যে ছয় মাস। এ অবস্থায়ই জম্পেশ ফটোশ্যুট করেছেন বলিউড অভিনেত্রী কল্কি কোয়েচলিন। পাশাপাশি এও জানালেন যে বিয়েতে আগ্রহ নেই তাঁর। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ খ্যাত অভিনেত্রী কোয়েচলিনের সংসারের প্রতি অনীহা জন্ম নিয়েছে। তাই চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কশ্যপের সঙ্গে তাঁর বিচ্ছেদের বেশকিছুদিন হয়ে গেলেও নতুন করে আর সংসারমুখী হননি কল্কি। তবে এরই মধ্যে ভক্তদের জানিয়েছেন একটি সুসংবাদ হতে যাচ্ছেন তিনি
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। সেখানেই তিনি জানান, প্রেমিক গাই হার্সবার্গের সন্তান রয়েছে তাঁর গর্ভে। তবে এও জানিয়ে দিলেন, বিয়ের কথা মোটেই ভাবছেন না তিনি। সন্তানকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথাও জানাতে ভোলেননি এই অভিনেত্রী। জানালেন, সন্তানকে সুষ্ঠু ও সুন্দরভাবে বড় করাই এখন তাঁর লক্ষ্য। সে কারণেই বিয়ের আনুষ্ঠানিকতায় জড়াবেন না তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায় বলিউড থেকে নিজেকে সরিয়ে রাখার আভাসও দেন এই অভিনেত্রী।
অঞ্জন দাস