আমি সব প্রকাশ করলে গ্রেফতার হবে মিম: সিদ্দিক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমের বিয়ে হয়েছিল প্রেম করে। তাদের সম্পর্কের শক্তি এতটাই দৃঢ় ছিল যে, স্পেনের বিলাসী জীবন ছেড়ে সিদ্দিকের সঙ্গে ঘর বাঁধতে বাংলাদেশে চলে এসেছিলেন মিম। ২০১২ সালের ২৪ মে তাদের বিয়ে হয়। ২০১৩ সালের ২৫ জুন তাদের ঘর আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়। তবে গেল তিন মাস ধরে মিম-সিদ্দিক আলাদা আছেন। এ নিয়ে হঠাৎ করে গণমাধ্যমে খবর বেরুলে চারদিকে হইচই পড়ে যায়। গুঞ্জন উঠে- এবার ঘর ভাঙছে সিদ্দিক-মিমের।
সিদ্দিক বলছেন, তিন তার স্ত্রীকে অভিনয় ও মডেলিং করতে না করায় তাদের মধ্যে দূরত্ব বেড়েছে। সিদ্দিকের ভাষ্য, ‘দেখুন, অনেকদিন ধরে অভিনয় করছি। আমার একটা জনপ্রিয়তা আছে। আর্থিকভাবেও আমি স্বচ্ছল। তাই ওকে অভিনয় না করতে বলেছিলাম। আমাদের একমাত্র সন্তান আরশ হোসাইনের বয়স ৬ বছর। মূলত মিডিয়ায় তার কাজ করা না-করা নিয়েই দ্বন্দ্ব। গত আড়াই মাস সে চলে গেছে। বহুবার ফোন দিয়েছি। সন্তানের কথা চিন্তা করে অনেক বুঝিয়েছি, অনেক সহ্য করেছি। যদি সে বিচ্ছেদই চায়, তবে আমিও অনেক কিছুই প্রকাশ্যে আনবো।’ সিদ্দিক বলেন, ‘সংসার জীবনে নানা ভাবে ওর কাছ থেকে আমি প্রতারিত হয়েছি। এখন আর ওসব কথা বলতে চাই না। তবে এটুকু শুধু বলি- সব ইতিহাস বললে আমার স্ত্রী গ্রেফতার হবে। শুধু আমার ছেলের কারণে এখনও চুপ করে আছি।’
রোমান রায়