অবসর সময়টা কেমন যাচ্ছে বুবলীর

‘মনের মতো মানুষ পাইলাম না’ মুক্তি পেয়েছে কোরবানির ঈদে। এরও দুই সপ্তাহ আগে শেষবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন শবনম বুবলী। এর মধ্যে কেটে গেছে দেড় মাস। আর কোনো ছবির শুটিং করেননি ‘অহংকার’ তারকা। হাতে আছে কাজী হায়াতের ‘বীর’। কিন্তু ছবিটি কবে নাগাদ শুটিং ফ্লোরে গড়াবে বা বুবলীর কবে ডাক পড়বে ক্যামেরার সামনে তা এখন নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে আরো অন্তত মাসতিনেক অপেক্ষায় থাকতে হবে এই নায়িকাকে। তবে ক্যামেরার পেছনে কিন্তু খারাপ নেই বুবলী। বলেন, ‘অবসর সময়টা দারুণ উপভোগ করছি। সাত সকালে কলটাইম নেই। ইচ্ছামতো ঘুমাতে পারছি, পরিবারকে সময় দিতে পারছি। যখন যেটা ইচ্ছা করতে পারছি। এতে এক ধরনের আনন্দ আছে। আশা করছি, সময় হলেই পরিচালকের ডাক পাব। আবার চেনা গণ্ডিতে ফিরব তখন।’
রোমান রায়