‘নীল ঘূর্ণি’ ধারাবাহিক নাটকে অ্যানি-রিক্তা

স¤প্রতি ‘নীল ঘূর্ণি’ নামের নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী অ্যানি খান ও ফারজানা রিক্তা। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল।
নতুন ধারাবাহিক নাটক প্রসঙ্গে অ্যানি খান বলেন, ‘এই নাটকে আমি নেহা চরিত্রে অভিনয় করছি। খুব ভালো একটি কাজ হচ্ছে। সত্যি বলতে কী সৈয়দ শাকিল ভাইয়ের ইউনিট এক কথায় অসাধারন। যে কারণে কাজ করেও ভীষণ ভালোলাগে।’ এদিকে এরইমধ্যে অ্যানি খান ও রিক্তা জয় সরকারের পরিচালনায় ‘আজব রঙ্গের মানুষ’ ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। এ প্রসঙ্গে ফারজানা রিক্তা বলেন, ‘এবারই প্রথম সৈয়দ শাকিল ভাইয়ার নির্দেশনায় কাজ করছি। কক্সবাজারে এরইমধ্যে শুটিং করলাম। এখনো সেখানেই আছি। খুউব ভালো একটি কাজ হয়েছে নীল ঘূর্ণি নাটকটির। আমি ভীষণ আশাবাদী। জয় সরকারের ধারাবাহিকটির গল্প আমার কাছে ভালোলেগেছে।’ জানা গেছে, অ্যানি ও রিক্তার নতুন দুটি ধারাবাহিকই শিগগিরই প্রচারে আসবে।
রোমান রায়