‘সোনা বউ’-খ্যাত কণ্ঠশিল্পী কাজী শুভ কখনো তো ফাঁকি দেয়ার মানুষ নয়! কাজের ব্যাপারে তিনি বরাবরই খুব সজাগ এবং কাজ প্রিয় একজন মানুষ।তাহলে ফাঁকি দিলেন? না তিনি কোনো ফাঁকি দেননি।তিনি চ্যানেল আই সেরা কন্ঠের ২য় রানার্সআপ মনিষা ভাদুড়ী মেরী সঙ্গে ‘ফাঁকি’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি তিনি নতুনদের নিয়ে কাজ করতে বেশ আগ্রহী। তাই নিজের একক গানের পাশাপাশি নতুনদের সঙ্গে অসংখ্য দ্বৈতগানে পাওয়া গেছে তাকে। ‘ফাঁকি’ শিরোনামের গানটি রবিউল ইসলাম জীবনের কথায় এটির সুরও দিয়েছেন কাজী শুভ নিজেই। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। ৩ অক্টোবর গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
বিকাশ সাহার ভিডিও নির্দেশনায় এতে মডেল হিসেবে আছেন সুপ্ত ও আফরিন অমি। থাকছে কাজী শুভ ও মেরীর উপস্থিতিও। কাজী শুভ বলেন, ‘এটি মূলত রিদমিক গান। গানের সাথে মিল রেখেই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। মেরী অনেক ভালো গায়। ওর গলায় অন্যরকম একটা টোন আছে, যা আমি কাজে লাগাতে চেয়েছি। আশা করছি গানটি দর্শক- শ্রোতাদের ভালো লাগবে।’
মনিষা ভাদুড়ী মেরী বলেন, ‘এই প্রথম কাজী শুভ ভাইয়ের সাথে গান করলাম। উনি আমাকে খুব সাপোর্ট দিয়েছেন আমাকে গানের ব্যাপারে হেল্প করেছেন।যার কারণে আমি গানটা খুব স্বাচ্ছন্দ্যে গাইতে পেরেছি।কাজী শুভ ভাইয়ের সাথে গানটি গেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। গানটি খুব ধামাকা টাইপের তাই আশা করছি শ্রোতাদের গানটি খুব ভালো লাগবে।গানটি গেয়ে আমার নিজেরই বেশ ভালো লেগেছে।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, বৃহস্পতিবার থেকে গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।
রোমান রায়