হালের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম রূপে-গুণে আর অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন আরও আগেই। সবশেষ গত শুক্রবার দেশের ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘সাপলুডু’ ছবিটি। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে হিট বিদ্যার নতুন ছবি। ভক্তদের পাশে দাঁড়িয়ে নিজের ছবির মূল্যায়ন জানতে নায়িকা নিজেও গিয়েছিলেন ঢাকার বিভিন্ন সিনেমা হলে। ছবিটি সম্পর্কে দর্শকদের উচ্ছাস জানতে চাইলে মিম গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার সকাল থেকেই ছুটে বেড়িয়েছি ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে। শুরুটা করেছি বলাকা সিনেমা হল দিয়ে। এরপর শ্যামলী, মধুমিতা আর সবশেষে গিয়েছি স্টার সিনেপ্লেক্সে। বলাকা হলে আমরা যখন গিয়েছি, তখন বাজে দুপুর সাড়ে ১২টা। টিকিট কাউন্টারে কোনো টিকিট নেই, হল বুক। ভেতরে প্রবেশ করে দেখি, অন্যরকম এক পরিবেশ। হলভর্তি দর্শক মনোযোগ দিয়ে ছবিটি দেখছেন। কখনো উল্লাস আবার কখনো হাততালি। ওই সময়ের পরিবেশটা নিজ চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। শুধু বলাকা না, এমন চিত্র ছিল প্রতিটি হলে।’
গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ শুধু সিনেমা হলেই নয়, উত্তাপ ছড়াচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও। কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘এক কথায় বলবো, অসাধারণ। পরিচিতজনরা ফোন কিংবা ক্ষুদেবার্তায় এর প্রশংসা করছে।’
ছবিটির কিছু অংশের শুটিং হয়েছে টেকনাফে সাগরতীরে। সেখানকার সিনগুলোর অভিনয় নিয়ে মজার কিছু অভিজ্ঞতা শেয়ার করে বিদ্যা বলেন, ‘ওদিন আমাকে একেবারেই বোকা বানানো হয়েছিল। টেকনাফে শুটিং, সমুদ্রের ধারে চোখ বন্ধ করে একটি শট দেওয়ার দৃশ্য আছে। আমিও চোখ বন্ধ করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছি। শট শেষ, কিন্তু কেউ চোখ খোলার কথা বলছে না। এভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। একসময় চোখ খুলে দেখি আমি একা, আমার চারপাশে কেউ নেই। সবাই আমাকে রেখে দূরে দাঁড়িয়ে হাসছিল।’
রোমান রায়