জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্নিয়া ভক্তদের উপহার দিচ্ছেন একের পর এক নতুন নতুন গান। গত শনিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘আপন করে নাও’ শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও। গানটি সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি লিখেছেন আদিব। ভিডিও পরিচালনা করেছেন আবিদ হাসান। কর্নিয়া বলেন, এ গানটি একেবারেই নতুন ঢঙের। এটি একটি ইডিএম গান। গানটি গাইতে পেরে সত্যিই ভালো লেগেছে। একদম নতুন অভিজ্ঞতা। আশা করছি শ্রোতা-দর্শকদেও গানটি ভাল লাগবে।
রোমান রায়