১৮ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচন

চূড়ান্ত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ। আগামী ১৮ অক্টোবর এফডিসিতে হবে ২০১৯-২০ মেয়াদের নির্বাচন। বৃহস্পতিবার কার্যকরী পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চলতি কমিটির সভাপতি মিশা সওদাগর। তিনি বলেন, আগামী ১৮ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। আর আগামী ৪ অক্টোবর শিল্পী সমিতির সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এরইমধ্যে তফসিলও ঘোষণা করা হবে। তার পরই শিল্পী সমিতির ভোটার তালিকা প্রকাশ করবে বিদায়ী কমিটি। আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হবেন বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তবে তার প্যানেলে অন্যান্য পদে কে থাকবেন সেটি এখনও জানা যায়নি। অন্যদিকে, শাকিব খান ও ডি এ তায়েব একই প্যানেলে নির্বাচন করবেন বলে জানা যায়। আর গতবারের মতো এবারও নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। তার সাথে নির্বাচনে কারা এবারের প্যানেলে থাকবেন সে বিষয়ে জানতে তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
রোমান রায়