বাংলা সিনেমা জগতের নাম করা অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখাকে পছন্দ করেন না এমন মানুষ মেলা কঠিন। মাঝ খানে বেশ কিছু সময় তাকে ছবিতে কাজ করতে দেখা যাচ্ছিল না। কিন্তু আজকাল তিনি আবার ফিরেছেন পর্দায়। সিনেমাও করছেন। এছাড়াও শ্রীলেখা নিজের একটি ইউ টিউব চ্যানেল খুলেছেন। চ্যানেলটির নাম রেখেছন, “আমি শ্রীলেখা” এখানে শ্রীলেখা নানা রকম বিষয়ের ওপর ভিডিও তৈরি করে শেয়ার করবেন। সেই ভিডিওগুলোতে তিনি নিজেও অভিনয় বা অ্যাঙ্কারিং করবেন।
সেই চ্যানেলের অনেক সাবসক্রাইবারও হয়েছে। সেখানেই এক ব্যক্তি কমেন্ট করেন, ” এখানে কি আপনার ন্যুড কন্টেন্ট পাওয়া যাবে? তাহলে সাবসক্রাইব করবো” এই কমেন্ট পাওয়ার পর চটে যান শ্রীলেখা। তার জবাবে একটি ভিডিও তৈরি করেন শ্রীলেখা। এবং সেইও ভিডিওটি তিনি তার চ্যানেলে পোস্ট করে ওই ব্যক্তির উদ্দেশ্যে কড়া বার্তা দেন। সমাজের কাছেও এই ভিডিওর মাধ্যমে কঠিন একটি ম্যাসেজ সহজভাবে পৌঁছে দিলেন তিনি। প্রসঙ্গত, ‘টলি লাইটস’, ‘তুমি রবে নীরবে’, ‘কাঁটাতার’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘একলা চলো’, ‘আশ্বর্য প্রদীপ’, ‘রেনবো জেলি’ সহ বহু বাংলা ছবিতে দেখা গেছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে।
অঞ্জন দাস