আবার মিউজিক ভিডিওতে বিপাশা

ঢাকাই সিনেমার বেশ জনপ্রিয় মুখ বিপাশা কবির। যিনি ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ১৪তম স্থান অধিকার করে শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। সিনেমা, নাটক, বিজ্ঞাপনে অসংখ্যবার দেখা মিলেছে তার। পাশাপাশি বিপাশা কবিরের নামের পাশে একটা পদবিও দর্শক মহলে বেশ পরিচিত। আর তা হলো রুপালী পর্দার আইটেম কন্যা। কারন তিনি প্রায় অর্ধশত ছবির আইটেম গানে নেচে রূপালি পর্দায় একটা আলাদা যায়গা করে নিয়েছেন। এমনকি ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওতেও কাজ করেছেন বিপাশা কবির।
এবার ফের নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করলেন তিনি। সম্প্রতি গাজীপুর একটি শুটিং হাউজে এই মিউজিক ভিডিওটির চিত্রধারণ সম্পূর্ণ হয়েছে। আসিফ আকবরের কণ্ঠে ‘মুশকিল বেবি ‘ গানটি ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
বিপাশা বলেন, আসিফ ভাইয়ের সাথে এটা আমার দ্বিতীয় কাজ । খুবই চমৎকার একটি কাজ হলো । মেকিংটা অসাধারণ আর গানটির কথাও বেশ দারুন । আশা করছি দর্শকদেরও বেশ ভালো লাগবে । জানা গেছে এস এস মাল্টিমিডিয়ার ব্যানারে খুব শিগ্রই মুক্তি পাবে মিউজিক ভিডিওটি।
রোমান রায়