জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী ও বাদশা বুলবুলের বোন গায়িকা পলি সায়ন্তনী। দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছেন এই গায়িকা। মরণব্যাধি এই অসুখের বিরুদ্ধে লড়াই করতে করতে পলি ও তার পরিবার অর্থ সংকটের মুখোমুখি। নিজের জীবন বাঁচাতে চিকিৎসা ব্যয়ে অনুদান পাওয়ার জন্যে আবেদন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। অবশেষে বাংলাদেশের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়া পেলেন পলি সায়ন্তনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলির চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। পলি সায়ন্তনী জানান, ১৪ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় গণভবনে যান তিনি। সেখানে তার হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় পলির সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন তার বড় বোন ডলি সায়ন্তনীও।
প্রধানমন্ত্রীর অনুদান পেলেন গায়িকা পলি সায়ন্তনীএই অনুদান পাওয়ার পর প্রধানমন্ত্রীকে ‘মমতাময়ী’ বলে সম্মান জানিয়ে উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সুরেলা কণ্ঠের গায়িকা। পলি সায়ন্তনী বলেন, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই মানবেতর জীবন চলছে আমার। চিকিৎসার ব্যয় বহন করতে অক্ষম হয়ে পরেছি। আমার অবস্থার কথা জেনে অনেকেই আমার পাশে দাঁড়াচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীও তার স্নেহের পরশ রাখলেন আমার মাথায়। আমি সত্যি কৃতজ্ঞ। পলি প্রধানমন্ত্রীর উদ্দেশে আরও বলেন, বাংলাদেশের শিল্পী সমাজের পাশে বিপদে আপদে সবসময় তিনি পাশে থাকেন। আমি এই শিল্পী সমাজের একজন হয়ে অসুস্থতার কারনে তার সঙ্গে দেখা করার আশা করেছিলাম। আমার সেই আশা পুরণ হয়েছে। আমি আর ডলি গিয়েছিলাম দেখা করতে। এটা যেন আমার কাছে স্বপ্নের মতো। তিনি আসলেই মমতাময়ী মায়ের মতো আমার অসুস্থতায় সাহায্যের হাত বাড়িয়েছেন। আল্লাহ মালিক উনাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও সুস্থ শরীর ও দীর্ঘায়ু দান করুন – এটাই আমার প্রত্যাশা।
উল্লেখ্য, ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর পলি সায়ন্তনী ভারতের কলকাতার একটি হসপিটালে চিকিৎসা করাচ্ছেন। চিকিৎসার জন্যে তাকে মাঝে মধ্যেই সেখানে যেতে হচ্ছে। কয়দিন আগেই গিয়েছিলাম। খুব শীঘ্রি আবার সেখানে চিকিৎসা করাতে যাচ্ছেন তিনি। নিজের রোগমুক্তি কাটিয়ে আবার সঙ্গীতের সুরের ধারায় ফিরে আসার জন্যে দেশবাসীর দোয়া চেয়েছেন পলি সায়ন্তনী।
রোমান রায়