বাংলাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী, এক সময় যাকে ছাড়া চলচ্চিত্রের গান সম্ভবই হতো না, বাংলাদেশের চলচ্চিত্রের গানের স্বর্ণ কন্ঠ, বাংলা গানের যুবরাজ, প্রিয় শিল্পী এন্ডু কিশোর আমাদের কিশোর দা….!!
দাদা দীর্ঘ কয়েক মাস ধরেই অসুস্থ বোধ করছেন। এখন তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত ২/৩ ধরেই সিঙ্গাপুরের চিকিৎসকগণ তার শরীর এর ব্লাড সহ বিভিন্ন অর্গান পরিক্ষা নিরিক্ষা করে দেখছেন। এন্ডু কিশোরের বায়োফসি করা হয়েছে এবং দুই দিন তিনি হাসপাতালেই ভর্তি থাকবেন, চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তবে চিকিৎসকরা ধারনা করছেন উনার কোন অপারেশন লাগবে না..এটা আমাদের জন্য খুশির খবর। আমাদের প্রিয় কিশোর দা’র এই সময় তার সাথে থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
কিশোর দা সিঙ্গাপুরে আসার ব্যাপারে প্রায় ৩ সপ্তাহ্ ধরে আমার সাথে কথা হচ্ছিল.. ভিসা, হোটেল বুকিং, বিমানের বুকিং সব কিছু নিয়ে প্রায় সময় কথা হতো দাদার সাথে..!! এমনকি আসার ৪/৫ দিন আগে ২৫,০০০ সিঙ্গাপুরি ডলার কিনে সিঙ্গাপুর আসার সব প্রস্তুতি সম্পূর্ন করে রেখেছিলেন দাদা।
সিঙ্গাপুর আসার ১ দিন আগে আমাদের মাননীয় প্রাধানমন্ত্রী, উপ প্রেস্সচিব জনাব আশরাফুল আলমকে দিয়ে গণভবনে উনার সাথে দেখা করার জন্য খবর দিয়েছিলেন..আর ঐদিনই সন্ধ্যায় দেখা করেছিলেন কিশোর দা সস্ত্রীক।
আমাদের প্রাণপ্রিয় নেত্রী গনতন্ত্রের মানষ কন্যা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিল্পীদের বিপদে আপদে সব সময় পাশে থাকেন..ব্যাক্তিগত ভাবে উনি সব শিল্পীদের খোঁজ খবর রাখেন।
মাননীয় প্রধানমন্ত্রী কিশোর দা’র সব কুশলাদি জিজ্ঞাসা করে বলেছিলেন সিঙ্গাপুরে চেকআপ এ যাচ্ছ ভালো,তবে আমাদের দেশেও ভাল চিকিৎসা হচ্ছে পরবর্তিতে দেশেই চিকিৎসা নিতে পারো। তারপর কিশোর দা ফেরার সময় পরম আদরে স্নেহ ভরা দৃষ্টি দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় শিল্পী এন্ডু কিশোরের হাতে দশ লাখ টাকার একটি শুভেচ্ছা চেক তুলে দেন…যেমন বড় বোন ছোট ভাই কে দিলেন।
জাহাঙ্গীর সাঈদ, সিঙ্গাপুর