যৌন হয়রানি নিয়ে এবার সরব হয়েছেন আরও এক অভিনেত্রী। তবে বলিউড নয়, হলিউডে কীভাবে অভিনেত্রীদের যৌন হয়রানি করা হয়, তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জেনিফার লোপেজ।
হলিউডে যখন প্রথম কেউ অভিনয় করতে আসেন, তখন কীভাবে তাকে যৌন হয়রানি করা হয়, তা নিয়েই এক পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন জেনিফার। জেনিফারের কথায়, যখন প্রথম অভিনয় জগতে আসতে শুরু করেন, তখনই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাকে। পরিচালকের সাথে দেখা করতে গেলে, সোজাসুজি তিনি বলেছিলেন, শার্ট খুলে দেখাও।
কিন্তু, পরিচালকের প্রস্তাবে রাজি হননি জেনিফার। পরিচালকের অশ্লীল দাবির বিরোধিতা করে, সেখান থেকে সরে যান তিনি। হারপার্স বাজার ম্যাগাজিনে সাক্ষাৎকারের সময় এমনই সব বিস্ফোরক তথ্য উঠে আসে জেনিফার লোপেজের মুখে। যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে। যদিও, কোন পরিচালক জেনিফারকে ওই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন, তার নাম উল্লেখ করেননি হলিউডের ওই অভিনেত্রী। তবে এই প্রথম নয়, এর আগে বহুবার যৌন হেনস্থা নিয়ে সরব হয়েছেন টলিউড এবং বলিউডের বহু অভিনেত্রী। যার মধ্যে সালমা হায়েক, রাধিকা আপতের মত একাধিক অভিনেত্রী রয়েছেন।