ভাবনার ঘামবাবু মীর সাব্বির!

পবিত্র ঈদুল ফিতরকে সামনের রেখে ‘ঘামবাবু’ শিরোনামের একটি নাটকে জুটিবদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মীর সাব্বির ও আশনা হাবিব ভাবনা।
শহীদ উন নবীর গল্প ও নির্দেশনায় নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন মীর সাব্বির। নাটকে তার সঙ্গে নোভেরা চরিত্রে অভিনয় করেছেন ভাবনা।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, এবারের ঈদে আমি একটু বেছে বেছে ভালো গল্পের নাটকে কাজ করার চেষ্টা করছি। সেসবের মধ্যে ‘ঘামবাবু’ দর্শকের কাছে দারুণ উপভোগ্য হবে বলে আমি মনে করি। কারণ এই নাটকের গল্পটা একেবারেই ব্যতিক্রমী ধারার।
আশনা হাবিব ভাবনা বলেন, সাব্বির ভাইয়ার সঙ্গে অভিনয় করা আমি সবসময়ই ভীষণ উপভোগ করি। মজা করতে করতেই আমরা শুটিং শেষ করে ফেলি। ‘ঘামবাবু’ নাটকের গল্পটা আমাকে মুগ্ধ করেছে। আশা করছি দর্শকের ভালো লাগবে। ঈদে দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি।
এদিকে প্রতিবারের মতো এবারের ঈদেও নির্দেশনা দিচ্ছেন মীর সাব্বির। তিনি নির্মাণ করবেন ‘বাপ বেটার বিয়ে’ নামের একটি নাটক। এছাড়া এরই মধ্যে এ অভিনেতা আমিরুল ইসলাম অরুণের নির্দেশনায় ‘হিরণের বিয়ে’ নামের একটি নাটকের কাজও শেষ করেছেন।