দেশের জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রবিবার সন্ধ্যায় গণভবনে গুণী এই শিল্পীর হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় শিল্পীর স্ত্রীও তার সঙ্গে ছিলেন। এন্ড্রু কিশোর অনেকদিন ধরে কিডনির অসুখে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এন্ড্রু কিশোর বলেন, ‘অনেকদিন ধরেই আমি কিডনির অসুখে ভুগছি। দেশের চিকিৎসক বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। সেজন্য সিঙ্গাপুর যাচ্ছি।’ প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থ সহায়তা পাওয়ার পর তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। আমি অসুস্থ এটা জেনে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। সংস্কৃতির মানুষদের জন্য প্রধানমন্ত্রীর এ সৌজন্যতা সত্যি আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। ঈশ্বর যেন উনাকেও ভালো রাখেন।’ ১৯৭৭ সালে আলম খানের সুরে মেইল ট্রেন সিনেমার ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তাঁর কেউ’ গানের মধ্য দিয়ে এন্ড্রু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয়। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই গুণী শিল্পী বাংলা গানের শ্রোতাদের বহু জনপ্রিয় ও নন্দিত গান উপহার দিয়েছেন।
রোমান রায়