মিউজিক্যাল ফিল্মে তিথি কবির

মডেল ও অভিনেত্রী তিথি কবির এবার একটি মিউজিক্যাল ফিল্মে কাজ করলেন। আর এতে তার পর্দা সঙ্গী হিসেবে দেখা যাবে ইমনকে। এই মিউজিক্যাল ফিল্মটি একটি ডুয়েট গান নিয়ে তৈরি হয়েছে। এই গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও কোনও। অন্যদিকে প্রথমবারের মতো জুটি হয়ে রঙিন পর্দায় হাজির হচ্ছেন মডেল-অভিনেত্রী তিথি কবির ও ইমন। এই মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি।
‘প্রেমহীন কারো কাছে কি প্রেম চাওয়া যায়’ – এমন চমৎকার কথা সমৃদ্ধ ‘প্রেম কি ছোঁয়া যায়’ শিরোনামের গানটির শুটিং শুরু হয়েছে সম্প্রতি। গানটির কথা ও সুর করেছেন আরফিন রুমির। পিএইচ এন্টারটেইনমেন্টের ব্যানারে ঢাকাসহ দেশের কিছু মনোরম লোকেশনে এটির শুটিং হবে বলে জানালেন প্রযোজক পিয়াল হোসেন।
মিউজিক্যাল ফিল্মে তিথি কবিরমিউজিক্যাল ফিল্মটি নিয়ে গ্ল্যামারাস মডেল – অভিনেত্রী তিথি কবির বলেন, এটি ৭ মিনিট দৈর্ঘ্যের। পর্দায় এতে আরফিন রুমিকেও দেখা যাবে। এই মিউজিক্যাল ফিল্মটির গল্প ফিল্মি টাইপের। আশা করছি – সুন্দর কথার এই গান ও গানের দৃশ্যায়ন সবার মন ছুঁয়ে যাবে।
রোমান রায়