ছন্দময় টয়া

সদর্পে ছন্দময় গতিতে ছুটে চলছেন লাক্সতারকা মুমতাহিনা চৌধুরী টয়া। মিডিয়ার সব অঙ্গনেই ছুটে চলেছেন তিনি। চলতি মাসের শেষের দিকে দেশের প্রেক্ষাগৃহে অভিষেক হবে এই তারকার। ইতোমধ্যে ছবিটি সেন্সরে জমা দেয়া হয়েছে। তবে তার আগেই বিদেশের মাটিতে মুক্তি পেয়েছে রাহসান নূর পরিচালিত টয়ার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেঙ্গল বিউটি’।
সদর্পে ছন্দময় গতিতে ছুটে চলছেন লাক্সতারকা মুমতাহিনা চৌধুরী টয়া। মিডিয়ার সব অঙ্গনেই ছুটে চলেছেন তিনি। চলতি মাসের শেষের দিকে দেশের প্রেক্ষাগৃহে অভিষেক হবে এই তারকার। ইতিমধ্যে ছবিটি সেন্সরে জমা দেয়া হয়েছে। তবে তার আগেই বিদেশের মাটিতে মুক্তি পেয়েছে রাহসান নূর পরিচালিত টয়ার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেঙ্গল বিউটি’। গত মাসে আমেরিকায় মুক্তি পেয়েছে লাক্সতারকা মুমতাহিনা চৌধুরী টয়া অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেঙ্গল বিউটি’। তবে দেশে ছবিটি এখনো মুক্তি পায়নি বলে এ নিয়ে তার মধ্যে দারুণ উত্তেজনা কাজ করছে।
এ প্রসঙ্গে টয়া বলেন, ‘একে তো প্রথমবারের মতো বড়পর্দায় নিজেকে দেখার আনন্দ, তার ওপর আমেরিকার একাধিক হলে আমার ছবিটি দেখানো হয়েছে। দুটি বিষয়ই আমার জন্য ভীষণ আনন্দের। এই দিনটির জন্যই হয়তো এতদিন অপেক্ষা করে ছিলাম। লাক্স সুপারস্টার প্রতিযোগিতা থেকে বের হওয়ার পর অনেক ছবির প্রস্তুাব পেয়েছি। কিন্তু কোনোটিই আমার মনের মতো হয়নি। ধৈর্য্য ধারণ করেছি, গৎবাঁধা নাটক-ছবির জোয়ারে গা ভাসাইনি। অবশেষে বেঙ্গল বিউটি ছবির প্রস্তাব পাই। আমি যে ধরনের কাজ করতে চাই এটি ঠিক তেমন একটি ছবি। তাই মনপ্রাণ দিয়ে কাজ করেছি। আশা করছি দর্শক দারুণভাবে উপভোগ করবেন ছবিটি।’
টয়া আরও বলেন, ‘আমি এই ছবিটি নিয়ে অনেক বেশি আশাবাদী। শুধু বিদেশি দর্শক নয়, আমাদের দেশের সব শ্রেণির দর্শকদের এ ছবিটি ভালো লাগবে বলে বিশ্বাস করি। ছবিটি ১৯৭১ সালের গল্প নিয়ে তৈরি। কিন্তু যুদ্ধ ছাড়া একটা অন্য রকম ভালোবাসার গল্প দেখানো হয়েছে। ওই সময়টা ধরা হয়েছে। মূলত একজন মেডিকেলের ছাত্রী ও একজন ডিজের প্রেম কাহিনী নিয়ে ছবিটির গল্প।’ ছোটপর্দায়ও টয়ার ব্যস্ত্মতা নেহায়েত কম নয়। বর্তমানে টয়া অভিনীত ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’ আরটিভিতে, ‘হিংটিংছট’ চ্যানেল আইতে ও ‘বারো ঘরের এক উঠোন’ একুশে টিভিতে প্রচার হচ্ছে। ধারাবাহিকের বাইরে বিশেষ দিবসের জন্য খন্ড নাটকেও কাজ করছেন তিনি। গত ভালোবাসা দিবসে ক্লোজআপ কাছে আসার গল্প শীর্ষক আয়োজনে নির্মিত নাটকে প্রথমবার অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন টয়া। বড় বাজেটে নির্মিত ব্যতিক্রমী গল্পের নাটকে তৌসিফের সঙ্গে তার রসায়ন দর্শক পছন্দ করেছেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে টয়ার ভাষ্য, ‘ক্লোজআপ কাছে আসার গল্পে অভিনয় করা আমার কাছে একটা স্বপ্নপূরণ। খুব করে চাইতাম কাজটির জন্য কবে আমাকে ডাকবে। মানুষ খুব করে চাইলে সেটা পূরণ হয়। আমারও হয়েছে।’
এদিকে, প্রথমবারের মতো এই গ্ল্যামার কন্যা আরজে হয়ে শ্রোতাদের সামনে এসেছেন। চলতি বছরের ১৩ জানুয়ারি থেকে ঢাকা এফএম ৯০.০৪-এ তিনি শুরু করেছেন ‘টোটাল টয়া’ শিরোনামের একটি অনুষ্ঠান। এ অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে টয়া জানান, ‘এটি মূলত বিনোদনমূলক একটি অনুষ্ঠান। পাশাপাশি শ্রোতারা আমাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। আমাদের চারপাশের মানুষদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করি এ অনুষ্ঠানে। এ ছাড়া মাঝে মধ্যে আমার শোতে সেলিব্রিটি অতিথিরাও থাকেন। অনুষ্ঠানটির জন্য দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি।’
শুধু কাজ নয়, সম্পর্কের ব্যাপারেও বেশ সচেতন এই লাক্সতারকা। কলেজজীবনের শুরুতে একটি প্রেম হয়েছিল। কিন্তু মিডিয়ায় নিয়মিত কাজ করা মেনে নিতে পারেননি সেই প্রেমিক। তবে বর্তমান রিলেশন স্ট্যাটাস নিয়ে টয়া বলেন, ‘এখন অবশ্য একজনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক আছে। তবে সম্পর্কটা কত দূর যাবে, সেটা জানি না। বিয়েটা নিজের ও পারিবারিক পছন্দেই হবে।’ অবশেষে চতুর কণ্ঠে টয়া বললেন, ‘এখন আমার পুরোদস্তুর প্রেম চলছে কাজের সঙ্গে। যে চরিত্রে যখন অভিনয় করি, তখন আসলে চরিত্র বা বিপরীত মানুষ দুটির সঙ্গেই প্রেম করি। আসলে ভালো কিছু করার জন্য পরিচালক ও সহশিল্পীর সঙ্গে প্রেম করি। এই প্রেম না থাকলে ঠিকঠাক কাজ করা কঠিন।’ অঞ্জন দাস