কানাডায় অটিজম সেমিনারে যোগ দিতে ঢাকা ছাড়লেন নজরুল

কানাডায় অটিজম সেমিনারে যোগ দিতে ঢাকা ছাড়লেন নজরুল রাজ। সেখানে অটিজম বিষয় একটি সেমিনারে যোগ দিবেন তিনি। এছাড়া এনআরবি টিভি ও বাংলা মেইল ভিজিট করবেন। এ প্রসঙ্গে নজরুল রাজ বলেন, অটিজম সেমিনারে যোগ দিব। এছাড়া এনআরবি টিভি ও বাংলা মেইল আমন্ত্রন জানিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর ঢাকায় ফিরবো।’ অভিনেতা ও প্রযোজক নজরুল রাজ ইতোমধ্যে অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্র ও নাটকে। বর্তমানে ব্যস্ত রয়েছেন নাটক নিয়েই। গত ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে তার অভিনীত ৮টি নাটক। এদিকে শুটিং বাকি রয়েছে চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজারের গল্প ও পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি নাটকের। খুব শিগগিরি এর দৃশ্যধারণ করা হবে। এটিএন বাংলায় প্রচার হবে।
রোমান রায়