নায়িকা থেকে গায়িকা হলেন নুসরাত ফারিয়া। গানের নাম ‘পটাকা’। অনেকটা চুপিসারে গত বছরের ডিসেম্বরে গানটি রেকর্ডিং হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী এপ্রিলে গায়িকা হিসেবে ভক্তদের সামনে হাজির হচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘আমি তো অনেক কিছুই চেপে রাখি। এটাও তাই। এখন মনে হয় জানানো দরকার। কারণ আসছে এপ্রিলে গানটি রিলিজ হবে। এটি পৃথিবীর সব নারীদের জন্য গান।’ প্রায় ৬ মাস ধরে অনুশীলন করে তারপর এ গানের রেকর্ডিংয়ে দাঁড়িয়েছেন ফারিয়া। গান শেখার বিষয়ে বললেন, ‘আমি আসলে প্রাতিষ্ঠানিকভাবে কখনো গান শিখিনি। নিজে নিজেই গাইতাম। অনেকদিনের ইচ্ছাও ছিল। কিন্তু কেউ তো আমাকে সুযোগ দিল না। তাই নিজেই এবার উদ্যোগী হয়েছি গাওয়ার বিষয়ে। গানটির কথা লিখেছেন রাকিব রাহুল। এর সুর-সংগীত করেছেন প্রীতম হাসান।
গানটির ভিডিও নির্মাণ করা হবে। তার ভাষ্য, ‘ভিডিওটির কোরিওগ্রাফি ও পরিচালনায় থাকবেন ভারতের পরিচালক বাবা যাদব। এতে মডেল হিসেবে থাকবেন নামজাদা একজন। যা এখনই বলে দিতে চাই না। বলে দিলে চমক থাকল কই!’ গানের ভিডিওটি ফারিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে আগামী মাসেই অবমুক্ত হবে। এদিকে নুসরাত ফারিয়া গতকাল দীর্ঘক্ষণ ময়মনসিংহের রাইমনি গ্রামের লে. জে. এম হারুনুর রশীদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কাটিয়েছেন।
তিনি বলেন, ‘এটি আমাদের পারিবারিক স্কুল। মানে আমার পরিবারের সদস্যরা এর সঙ্গে জড়িত। রাইমনি গ্রামে কোনো স্কুল ছিল না। সেই অভাব থেকে চার বছর আগে এটির প্রতিষ্ঠা হয়। এখানে সম্প্রতি স্পোর্টস ডে ছিল। তাই সারাদিন এখানকার বাচ্চাদের সঙ্গে আনন্দে কাটিয়েছি। এটা আমার জন্য অন্যরকম ভালোলাগার জায়গা।’ প্রসঙ্গত, একটা সময় উপস্থাপনা নিয়ে টিভি পর্দা মাত করে রাখতেন নুসরাত ফারিয়া। এরপর দুই বাংলাজুড়ে চলচ্চিত্রের ব্যস্ততা। তারও আগে ছিলেন নাচে ব্যস্ত। শাস্ত্রীয় নাচে নাকি ভালো দখল তার।
আলমগীর কবির