চিত্রনায়িকা দীপালির বিয়ে

চিত্রনায়িকা দীপালির ২৮ আগস্ট গায়ে হলুদের পর শুক্রবার বসলেন বিয়ের পিঁড়িতে! দীপালির বরের নাম জায়েদ রেজওয়ান। তিনি পরিচালক ও প্রযোজক। ২০১৫ সালে আরিফিন শুভ ও প্রসূন আজাদকে নিয়ে শুরু হওয়া ‘মৃত্যুপুরী’ ছবির পরিচালক তিনি। শোবিজ অঙ্গনে একসাথে কাজ করতে গিয়েই দীপালির সঙ্গে পরিচয়। ধীরে ধীরে একজন আরেকজনকে পছন্দ করতে থাকেন। শেষ পর্যন্ত পারিবারিকভাবেই হলো তাদের বিয়ে।
শুক্রবার দুপুর ২টায় রেজওয়ানের সঙ্গে বিয়ে সম্পন্ন হয় দীপালির। এসময় উপস্থিত ছিলের দীপালি ও জায়েদের পরিবারের সদস্যরা। তবে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা।
ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন দীপালি। রমিজের আয়না, কাননে কুসুম কলি, হৈ হৈ রৈ রৈ, ঘোড়ার ডিম এবং সাত কাহন-এর মতো ধারাবাহিক নাটকসহ প্রায় ৪০টির বেশি নাটকে অভিনয় করেন। অনন্য মামুন পরিচালিত ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ব্ল্যাক মেইল’-এর মাধ্যমে আলোচনায় আসেন দীপালি। এরপর বাজে ছেলে : দ্য লোফার এবং আমি তোমার হতে চাই-এর মতো সিনেমায় কাজ করেন তিনি।
রোমান রায়