সন্তানের মত গাছের যত্ন নিন : মাসুদ উদ্দিন চৌধুরী

সন্তানের মত গাছের যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে.জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। এসময় প্রত্যেককে নিজ নিজ কর্মস্থলে ও বাসস্থানে একটি করে ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি। গত শনিবার সকালে সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মো. ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি তিনি এই আহ্বান জানান। এসময় সংসদ সদস্য লে.জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের ১২শ গাছের চারা উপহার দেন। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ’র সভাপতিত্বে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মফিজুল হক,আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির,চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশরফ হোসেন মিলন, উপজেলা জাতীয় পাটির সভাপতি আবু সুফিয়া,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, জেলা যুবসংহতির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল হক শাহীন প্রমুখ।
অঞ্জন দাস