নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা

১৫ অগাস্ট জাতীয় শোক দিবস ও ২১ অগাস্ট গ্রেনেড হামলার দিনটি স্মরণ উপলক্ষে আলোচনা সভা করেছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ। গত রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। তিনি বলেন, “ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক দিবসের সভায় বক্তৃতাকালে অট্টহাসিতে মেতে উঠেন সংগঠনের এক নম্বর সদস্য শাহানারা রহমান। সেই হাসিতে মাতোয়ারা হন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ কয়েকজন। সেই হাসির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ঢাকার সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারে নানা প্রশ্নের উদ্রেক ঘটেছে।”
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার বলেন, “জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে গণমাধ্যমের সামনে যারা হাসি-ঠাট্টা করতে পারেন তারা কখনো আওয়ামী লীগার হতে পারেন না। তারা সুযোগ-সন্ধানী হিসেবে আবির্ভূত হয়েছেন। এদেরকে খন্দকার মোশতাক, তাহের ঠাকুরের দোসর বললেও অতিরিক্ত বলা হবে না।”
আয়োজক সংগঠনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া বলেন, “জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে আসছেন ২২ সেপ্টেম্বর। সে সময় জন এফ কেনেডি বিমানবন্দরে তাকে বিপুল সংবর্ধনা দেওয়ার প্রস্তুতির পাশাপাশি জাতিসংঘে তার ভাষণের সময় বাইরে বড় ধরনের শান্তি সমাবেশ করতে হবে।”
সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুর রহমান, সহ সভাপতি আব্দুল মতিন পারভেজ, মোর্শেদ খান বদরুল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম কলিন্স, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তফা কামাল পাশা মানিক, যুগ্ম সম্পাদক আসরাব আলী খান লিটন, যুবলীগ নেতা সেবুল মিয়া ও রহিমুজ্জামান সুমন।
আকবর হায়দার কিরণ